দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সর্বাধিক রান, সবচেয়ে বড় ব্যবধানে জয় —টি-টোয়েন্টি ক্রিকেটে চার চারটি বিশ্ব রেকর্ড নেপালের
দীপেন্দ্র ও কুশলের রেকর্ড ইনিংস।
মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সর্বাধিক রান, সবচেয়ে বড় ব্যবধানে জয় —চার চারটি বিশ্ব রেকর্ড গড়ে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিল নেপাল। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2023) পুরুষদের ক্রিকেটে ‘দুর্বল’ মঙ্গোলিয়াকে বাগে পেয়ে মনের খুশিতে রেকর্ড গড়ার খেলায় মেতে উঠেছিলেন নেপারের ক্রিকেটাররা (Nepal Cricket)। প্রথমে ব্যাট করে তারা ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি দলগত স্কোর। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমসংখ্যক উইকেট হারিয়ে আফগানিস্তান ২৭৮ রান করেছিল। সেই রেকর্ড ভেঙে এমন এক নজির গড়ল নেপাল, যা বহুকাল অক্ষত থাকবে বলেই ধারণা ক্রিকেট মহলের।
Nepal makes history in #AsianGames in T20I history
— ICC Asia Cricket (@ICCAsiaCricket) September 27, 2023
✅ First team to score 300 runs
✅ Highest Total: 314/2
✅ Kushal Malla: Fastest T20I 💯 in 34 ball
✅ DS Airee: Fastest T20I fifty in 9 ball
✅ Most sixes in a T20I inninng- 26
A historic day for Nepal cricket!🔥#NepalCricket pic.twitter.com/ExkmbFPW8c
তিন নম্বরে নেমে শতরান করে অপরাজিত থাকেন নেপালের কুশল। তাও কিনা মাত্র ৩৪ বলে। ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড। ভারত অধিনায়ক ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরে তাতে ভাগ বসিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ওড করেন রোহিত। মিলার ওই বছরেই বাংলাদেশের বিরুদ্ধে অনন্য নজির গড়েছিলেন। তবে এদিন কুশল সেঞ্চুরির পাশাপাশি ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন। আটটি বাউন্ডারির পাশাপাশি ১২টি ওভার বাউন্ডারিও এসেছে তাঁর ব্যাট থেকে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের
এখানেই শেষ নয়। পাঁচ নম্বরে নেমে যুবরাজ সিংয়ের টি-২০ ক্রিকেটে করা দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভাঙেন দীপেন্দ্র। মাত্র ৯টি বল লেগেছে তাঁর। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। যুবির লেগেছিল ১২টি বল। যা তিনি ২০০৭ টি-২০ বিশ্বকাপে করেছিলেন।
A historical day for Nepal cricket in Asian Games:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 27, 2023
- Kushal Malla scored the fastest ever T20i century in history - 34 balls.
- Dipendra Singh scored the fastest ever T20i fifty in history - 9 balls.
- Nepal scored the first ever 300 in T20i history.
- Madness from Nepal...!!! pic.twitter.com/Ibmghv2Wh0
জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানে জেতে নেপাল (Nepal Cricket)। এটিও টি-২০ ক্রিকেটে নজির। এর আগে কোনও দল এত বড় ব্যবধানে জয় পায়নি। এতদিন রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের ঝুলিতে। ২০১৯ সালে তারা তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল। তা ভেঙে দিল নেপাল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।