img

Follow us on

Saturday, Nov 23, 2024

Asian Games 2023: এশিয়ান গেমসের ফাইনালে ঋতুরাজ-যশস্বীরা! তিরন্দাজির রিকার্ভে পদক ভারতের

অন্য সেমিতে আজ পাকিস্তান বনাম আফগানিস্তান। তাহলে কি ফাইনালে ভারত-পাক মহারণ?

img

এশিয়ান গেমসে ভারতের সাফল্য।

  2023-10-06 12:11:46

মাধ্যম নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমি ফাইনালে বাংলাদেশকে হেলায় হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিল তরুণ টিম ইন্ডিয়া। এক সঙ্গে সোনা বা রুপো জয়ও নিশ্চিৎ করে ফেলল ঋতুরাজ গায়কোয়াড়ের দল। এদিন সেমি ফাইনালে ব্যাটে-বলে কোনও বিভাগেই ভারতের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ভারতের সামনে মাত্র ৯৭ রানের টার্গেট দেয়। যা তিলক বর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ৬৪ বল বাকি থাকতে ৯ উইকেটে জেতে ভারত। এদিন ঋতুরাজের সঙ্গে ওপেন করেন যশস্বী। কিন্তু এ ম্যাচে রান পাননি তিনি। অন্য সেমিতে আজ পাকিস্তান মুখোমুখি আফগানিস্তানের। তাহলে কি ফাইনালে ভারত-পাক মহারণ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

তিরন্দাজিতে পদক

 ১৩ বছর পর তিরন্দাজির রিকার্ভে পদক পেল ভারত। অঙ্কিতা ভকত, ভজন কৌর এবং সিমরনজিৎ কৌরের হাত ধরে কাটল খরা। তবে ব্রোঞ্জেই থামতে হয়েছে ভারতের মেয়েদের। অঙ্কিতা, ভজন এবং সিমরনজিৎ ব্রোঞ্জ পদকের প্লে অফ ম্যাচে ভিয়েতনামকে হারিয়েছে। চার সেটের লড়াইয়ের পর ৬-২ (৫৬-৫২, ৫৫-৫৬, ৫৭-৫০, ৫১-৪৮) ভিয়েতনামকে হারিয়ে পদক জিতে নেন অঙ্কিতারা।

তবে এদিন কুস্তিতে এখনও পর্যন্ত ভাল ফল করেনি ভারত। বজরং পুনিয়াও সেমিফাইনালে হেরে যান। চতুর্থ ভারতীয় কুস্তিগীর হিসাবে তিনি এদিন সেমিতে হারলেন। পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বাউটে ইরানের রহমান আমুজাদখালিলির কাছে ০-৮ হারলেন। এখন তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবেন। বজরং-এর আগেই ভারতের কিরণ মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি সেমিফাইনালে কাজাখস্তানের জামিলা বাকবারজেনোভাকে ২-৪ হেরে যান। তিনিও এবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

Tags:

Madhyom

bangla news

Indian Team

India vs Bangladesh

Asian Games


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর