img

Follow us on

Saturday, Jan 18, 2025

Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

Parul Chaudhary: গতকাল ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল চৌধুরী

img

এশিয়ান গেমসে সোনার মেয়ে পারুল চৌধুরী।

  2023-10-03 18:47:02

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে নতুন ইতিহাস লিখে ফেললেন পারুল চৌধুরী।  চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে একে উঠে আসা — পুরোটাই ছিল স্ট্র্যাটেজিক। এমন পরিকল্পনামাফিক দৌড় অলিম্পিক, বিশ্বমিটে দেখা যায়। সেটাই এশিয়ান গেমসে দেখালেন ভারতের মেয়ে। শেষ ৩০ মিটারে ঝড় তুলে মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা। ১৯তম এশিয়ান গেমসের নবম দিনে ৩০০০ মিটার স্টিপলচেজে জিতেছিলেন রুপো। আজ, শুধু পারুলের পদকের রং বদলাল।

শেষবেলায় বাজিমাত

মঙ্গলবার, ১২ ল্যাপের দৌড়ের শুরু থেকেই জয়ের জন্য বদ্ধপরিকর ছিল পারুল। শ্যুটিংয়ের পর অ্যাথলেটিক্স থেকেই সবচেয়ে বেশি পদক আসছে ভারতের। এদিন হানঝাউ গেমসে ফের সোনা ফলালেন পারুল। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৪তম সোনা এল ভারতের। সোমবার এশিয়ান গেমসে সাতটি পদক এলেও সোনা জিততে পারেনি ভারত। মঙ্গলবার আবার ভারতকে সোনা এনে দিলেন পারুল।

পরিকল্পনামাফিক দৌড় পারুলের

৫ হাজার মিটার রেসে গতি আর ছন্দ দুইই ধরে রাখতে হয় শুরু থেকে। প্রতিপক্ষ অ্যাথলিটরা পিছিয়ে পড়তে শুরু করেন একটু পর থেকে। কিন্তু পদকের নেশায় বুঁদ থাকেন যাঁরা, তাঁরা কোনও ভাবে জায়গা ছাড়েন না। টানা ৯টা ল্যাপ মসৃণ দৌড়েছেন ভারতের মেয়ে। পিছন থেকে উঠে এসে কেউ কেউ টপকেছেন তাঁকে। কিন্তু আবার চার নম্বর জায়গাটা দখলে নিয়েছেন। ১০ম ল্যাপটার সময় হঠাৎ গতি পাল্টালেন। জাপানের ফেভারিট হিরিকা হিরোনাকাও ততক্ষণে নিজের এক নম্বর জায়গাটার দখল করে নিয়েছেন। ৩০০০ মিটার অতিক্রমের পরে প্রতিযোগীদের মধ্যে তিন জন বাকিদের থেকে অনেকটা এগিয়ে যান। সেই তালিকায় ছিলেন, পারুল।

আরও পড়ুন: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

শেষ ল্যাপে দেখে মনে হচ্ছিল, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে পারুলকে। কিন্তু শেষ ৫০ মিটারে গতি বাড়ালেন পারুল। ৫০০ মিটার শেষ করতে তিনি সময় নিলেন ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড। সোমবার ৩০০০ মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে খুব একটা খুশি দেখাচ্ছিল না তাঁকে। আসলে সোনা জিততে চাইছিলেন তিনি। সোমবারের দুঃখ মঙ্গলবার ভোলালেন পারুল।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Hangzhou Asian Games

bangla news

Gold

ATHLETICS

Asian Games

Asian Games 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর