NADA: জাতীয় ডোপবিরোধী সংস্থার নির্দেশ অমান্য করায় শাস্তি, সাসপেন্ড অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির...
চার বছরের জন্য সাসপেন্ড বজরং পুনিয়া। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়াকে (Bajrang Punia) চার বছরের জন্য সাসপেন্ড করল জাতীয় ডোপবিরোধী সংস্থা নাডা। মার্চ মাসে জাতীয় দলে ট্রায়ালের সময় মূত্রের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং। এই বিষয় নিয়ে জুন মাসে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু বজরং নিজের সিদ্ধান্তে অনড় থাকায় তাঁকে চার বছরের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্বাসনের কারণে বজরং পুনিয়া আগামী ৪ বছর পর্যন্ত কোনও কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। কোচিংও করাতে পারবেন না।
ঘটনার সূত্রপাত মার্চ মাস থেকে। সোনিপতে অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালে প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং (Bajrang Punia)। তখনই তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। তার পর ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (WADA) কারণ জানতে চায়। তাতেও সুরাহা না মেলায় ২৩ এপ্রিল নোটিশ জারি করা হয়। সব মিলিয়ে অলিম্পিকের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেননি বজরং। নামতে পারেননি অলিম্পিক্সেও। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন বজরং (Bajrang Punia)। কুস্তিগিরের অভিযোগ ছিল, তাঁকে পরীক্ষার জন্য যে কিট দেওয়া হয়েছিল, তা মেয়াদ উত্তীর্ণ ছিল। কেন তাঁকে এরকম কিট হয়েছিল, তার উত্তর না পাওয়া পর্যন্ত তিনি পরীক্ষা দিতে রাজি হননি।
National Anti-Doping Agency suspends #BajrangPunia for four years for refusing to provide sample for doping test. pic.twitter.com/5fQKLYZVI8
— All India Radio News (@airnewsalerts) November 27, 2024
গত ৩১ মে নাডা (NADA) বজরংয়ের উপর থেকে যাবতীয় নির্বাসন তুলে নিয়েছিল। এরপর ২৩ জুন বজরংয়ের (Bajrang Punia) উপর আবারও অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই চ্যালেঞ্জ জানিয়েছিলেন বজরং। গত ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর এই মামলার শুনানি হয়েছিল। শুনানির পর জানিয়ে দেওয়া হয় যে বজরং ডোপ করেছিলেন। আর সেকারণেই তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হল। এর ফলে আগামী চার বছর বজরং কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নামতে পারবেন না। ক্রীড়ামহলের অনুমান এর পর আবার আন্তর্জাতিক কুস্তির ম্যাটে ফেরা প্রায় অসম্ভব বজরংয়ের পক্ষে। তবে চার বছর পার হলে কোচিং করাতে পারবেন তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।