img

Follow us on

Sunday, Jan 19, 2025

Asian Games: এশিয়ান গেমসে পাকিস্তানের পর দুরমুশ বাংলাদেশ, এক ডজন গোল ভারতীয় হকি দলের

এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারতের হকি দল

img

জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা (সংগৃহীত ছবি)

  2023-10-02 16:56:26

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার এশিয়ান গেমসে পাকিস্তানকে গুনে গুনে দশ গোল দিয়েছিল ভারতের হকি দল (Asian Games)। এবার সোমবারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করা গোলের সংখ্যাকেও ছাপিয়ে গেল ভারতীয় দল। এক ডজন গোলে পরাস্ত হল বাংলাদেশ। এর পাশাপাশি দিন হ্যাট্রিকও করলেন অধিনায়ক হরমনপ্রীত এবং মনিন্দর সিংহ। এতদিন চলছিল গ্রুপ পর্বের লড়াই। সেই পর্বে নিজেদের পাঁচটি ম্যাচই জিতল ভারত। গ্রুপের সর্বোচ্চ জায়গায় থেকে সেমিফাইনালে উঠল হরমনপ্রীতরা। গ্রুপ পর্বের ম্যাচে মোট ৫৮টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়রা।

সোনা জয়ের লক্ষ্যে ভারতের হকি দল

যেভাবে ভারতীয় দল (Asian Games) এগোচ্ছে তাতে এশিয়ান গেমসে সোনা জয় নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ভারত ছিল এ গ্রুপে, অন্যদিকে বি গ্রুপের ম্যাচ এখনও শেষ হয়নি। তাই সেমিফাইনালে কার বিরুদ্ধে ভারত খেলবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে সেমিফাইনালে মালয়েশিয়া কিংবা চিনের মুখোমুখি হতে পারেন হরমনপ্রীতরা। যে গতিতে ভারতীয় দল এশিয়ান গেমসে এগিয়ে চলেছে তাতে তাদের আটকানো খুব কঠিন বলেই মনে করছে ক্রীড়া মহলের একাংশ। যে কোনও এশিয়ান (Asian Games) টিমগুলোর ক্ষেত্রেই ভারতকে রোখা সহজ হবে না। তা সে গতবারের চ্যাম্পিয়ন জাপান, চিন কিংবা কোরিয়ার মত দেশ হোক। সেমিফাইনালে ওঠার ধাপ অবশ্য পাকিস্তানকে ১০ গোল দিয়েই পূরণ করে ফেলে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাই নিয়মরক্ষার লড়াই।

ম্যাচের খুঁটিনাটি

শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্ণার থেকে থেকে গোল করেন হরমনপ্রীত (Asian Games)। দু মিনিট পরে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতীয় হকি দলের অধিনায়ক। এভাবেই শেষ হয় প্রথম কোয়ার্টার। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টারেও ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত। এরপর ৮-০ গোলে শেষ হয় ভারতের তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়াটার যখন শেষ হয় তখন দেখা গেল বাংলাদেশ ১২ গোল খেয়ে ফেলেছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Asian Games

a dozen goals of the indian hockey team