Team India: সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপই এখন পাখির চোখ দ্রাবিড়ের
রোহিতদের হেড কোচ রাহুলই।
মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট (Team India) দলের হেড কোচের দায়িত্বে রয়ে গেলেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড। মিস্টার ডিপেনডেবলের পাশাপাশি কোচিং স্টাফদেরও মেয়াদ বৃদ্ধি করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সিরিজেই রোহিত শর্মা-বিরাট কোহলির হেডস্যার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন দ্রাবিড়। ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হারের পরে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু তার উপরেই ভরসা রেখেছে বোর্ড।
বোর্ড সূত্রে খবর, গত সপ্তাহেই হেড কোচ হিসেবে ফের একবার দায়িত্ব নেওয়ার জন্য দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হয়েছিল। এই নিয়ে চিন্তা ভাবনার করতে কিছুটা সময় চেয়ে নেন তিনি। তাঁর সঙ্গে কথা বলেই ফের তাঁকে এই দায়িত্ব দেওয়া হল। বুধবার, বেলা দেড়টা নাগাদ এক্স হ্যান্ডেলে (আগে নাম ছিল টুইটার) একটি পোস্ট করে বোর্ড। সেখানেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে BCCI। পাশাপাশি, ব্য়াটিংয়ে বিক্রম রাঠোর, বোলিংয়ে পারস মামব্রে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপের মেয়াদ বাড়ানোর কথাও সেখানে জানিয়েছে বোর্ড। চারজনের একটি ছবিও পোস্ট করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা।
NEWS 🚨 -BCCI announces extension of contracts for Head Coach and Support Staff, Team India (Senior Men)
— BCCI (@BCCI) November 29, 2023
More details here - https://t.co/rtLoyCIEmi #TeamIndia
কোচ হিসাবে দায়িত্ব বৃদ্ধির পরে দ্রাবিড় (Rahul Dravid) বলেন, ‘‘গত দু’বছর ধরে দল হিসাবে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু এই দু’বছরে আমরা একটা দল হিসাবে খেলেছি। সবাই সবার জন্য লড়েছে। দলের মধ্যে যে সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত। এই সংস্কৃতি মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক না কেন, একটা দল হিসাবে খেলব আমরা। দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছে। আমরা যে সঠিক ভাবে নিজেদের তৈরি করেছি তার ফল আমরা দেখেছি।’’ তাঁর উপর আস্থা রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘আমার দৃষ্টিভঙ্গির উপর ভরসা রাখার জন্য, আমার পাশে থাকার জন্য বোর্ডকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ, কাজের জন্য বছরের একটা বড় সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। পরিবারও অনেক আত্মত্যাগ করে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।