BCCI: পরপর ব্যর্থ রোহিত-বিরাটরা! অনুষ্কাদের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বিসিসিআই
ক্রিকেট মাঠে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। ঘরের মাঠে প্রথমবার তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রোহিতরা। অস্ট্রেলিয়ার মাটিতেও মুখ থুবড়ে পড়েছে দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিসিআই (BCCI New Rule) ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) কড়া নিয়মকানুন পুনরায় লাগু করতে চলেছে। ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য সফর চলাকালীন স্ত্রী-পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করছে বিসিসিআই।
মুম্বইয়ে নির্বাচকদের রিভিউ মিটিংয়ে নয়া নিয়ম নিয়ে কথা হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর। একটি রিপোর্টে জানা গিয়েছে, করোনার সময় জারি হওয়া নিয়মকেই আবার ফিরিয়ে আনছে বিসিসিআই। সম্পূর্ণ সিরিজের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের স্ত্রী বা পরিবার। বিশেষত বিদেশ সফরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন গোটা সিরিজ জুড়েই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তাঁদের পরিবার। এবার তাতেই কোপ পড়তে চলেছে। ফলে সিরিজ জুড়ে একসঙ্গে মাঠে দেখা যাবে না বিরাট-অনুষ্কাকে।
বিসিসিআই (BCCI New Rule) সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি কোনও টুর্নামেন্ট বা সিরিজ চললে, তার মধ্যে ১৪ দিন ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা। কম দিনের সফরের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নেমে আসবে ৭ দিনে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বোর্ড মনে করছে, দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।
আরও পড়ুন: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নয়া নিয়ম (BCCI New Rule) মতো, প্রতিটি খেলোয়াড়কেই দলের সকলের সঙ্গে টিম বাসে সফর করার নিয়মও চালু করতে আগ্রহী বোর্ড। অর্থাৎ একা একা নিজের ইচ্ছামতো সফর আর করা যাবে না। দলের একতা বজায় রাখার জন্য টিম বাসে করেই প্রত্যেক ক্রিকেটারকে যাতায়াত করতে হবে। যত বড় ক্রিকেটারই হন না কেন, কাউকেই অনুমতি দেওয়া হবে না আলাদাভাবে যাওয়ার। শুধু তাই নয়। কোচ গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব আরোরাকেও এবার থেকে দলের সঙ্গে এক হোটেলে রাখা হবে। বিমানযাত্রায় কোনও খেলোয়াড়ের লাগেজ ১৫০ কেজির গণ্ডি পার করলে এবার থেকে আর বিসিসিআই তাঁর ব্যয় বহন করবে না, বরং খেলোয়াড়দের নিজেদেরই এই খরচ দিতে হবে বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।