img

Follow us on

Sunday, Jan 19, 2025

Jasprit Bumrah: বুমরাহকে নিয়ে আশার আলো দেখালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

বুমরাহ এখনও টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে। এখনও ছিটকে যায়নি। তাই আমরা এখনই ওকে নিয়ে হাল ছাড়ছি না।

img

যশপ্রীত বুমরাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

  2022-10-01 12:38:07

মাধ্যম নিউজ ডেস্ক: সত্যি কি চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), নাকি তিনি সুস্থ হয়ে আইসিসি’র (ICC) মেগা ইভেন্টে মাঠে নামবেন? এই প্রশ্নটাই এখন উঁকি দিচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। কারণ, কয়েকদিন আগে বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা দাবি করেছিলেন, পিঠের পুরনো চোট মাথা চাড়া দেওয়ায় ছ’মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। যার অর্থ আসন্ন টি-২০ বিশ্বকাপে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুললেন বুমরাহকে নিয়ে। তিনি বলেছেন, ‘বুমরাহ এখনও টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে। এখনও ছিটকে যায়নি। পিঠের চোট ওকে ভোগাচ্ছে। দলের চিকিৎসকরা নজর রেখেছে বুমরাহর উপর। বিশ্বকাপ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। তাই আমরা এখনই ওকে নিয়ে হাল ছাড়ছি না।’

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, 'খলনায়ক' স্ট্রেস ফ্র্যাকচার

বুমরাহর চোট নতুন নয়। গত চার বছর ধরে এই সমস্যায় ভুগছেন তিনি। দীর্ঘদিন দলের বাইরেও তাঁকে থাকতে হয়। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ টি-২০ সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে আচমকা তাঁর চোট-সমস্যা সামনে আসে। পরে জানা যায়, শুধু দক্ষিণ আফ্রিকা সিরজ নয়, বুমরাহকে নাকি টি-২০ বিশ্বকাপেও পাবে না ভারতীয় দল। আর সেই বক্তব্য এক বিসিসিআই কর্তার হওয়ায় শোরগোল পড়ে যায়। কারণ, অস্ট্রলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে ভারতীয় পেস আক্রমণের রিমোট থাকার কথা বুমরাহর হাতেই। কিন্তু তিনি না খেলতে পারলে সেই দায়িত্ব কে সামলাবেন?

আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

একেবারেই ফর্মে নেই ভুবনেশ্বর কুমার, আর এক সিনিয়র পেসার মহম্মদ সামিকে নিয়েও টিম ম্যানেজমেন্ট দোটানায়। সেখানে অর্শদীপ সিং, হার্শল প্যাটেল, দীপক চাহারদের মতো অনভিজ্ঞ পেসারদের কাঁধে চড়ে বিশ্বকাপ বৈতরণী পার করা সহজ হবে না ভারতের। এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে সৌরভের বক্তব্যে ভারতীয় সমর্থকরা আঁধারে আলো খোঁজার চেষ্টা করছেন। বিসিসিআই সভাপতি বলেছেন, ‘শেষ পর্যন্ত বুমরাহ অস্ট্রেলিয়া যেতে পারবে কিনা সেটা হয়তো তিন-চার দিনেই স্পষ্ট হয়ে যাবে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

BCCI President Sourav Ganguly

Sourav on Bumrah

Ganguly breaks silence on Bumrah's injury

Bumrah's injury

T20 World Cup availability


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর