পার্ক সার্কাসের ছোট গলি থেকে জাতীয় মহিলা ক্রিকেট দলে বাংলার মেয়ে সাইকা ইশাক! কেমন ছিল যাত্রা?
জাতীয় দলে সাইকা ইশাক। ভারতীয় মেয়েদের উচ্ছ্বাস।
মাধ্যম নিউজ ডেস্ক: পার্ক সার্কাসের ছোট গলি থেকে জাতীয় মহিলা দলে বাংলার মেয়ে সাইকা ঈশাক (Saika Ishaque)। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল বাংলার মেয়ের। এদিন বাংলার ক্রিকেটার সাইকার হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কউর। ইন্ডিয়ান উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন সাইকা। সেখানেও তাঁর নেতা ছিলেন হরমনপ্রীত।
ভারতীয় মহিলা ক্রিকেট দল টি২০ সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানেই জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন বাংলার আরেক মেয়ে সাইকা ইশাক। আইপিএলে দুরন্ত পারফর্ম করেছিলেন ২৮ বছরের সাইকা (Saika Ishaque)। বাঁ হাতি স্পিনার সাইকা কম ইকোনমি রেট রেখে বোলিং করার জন্য পরিচিত। মেয়েদের আইপিএলে ১০ ম্যাচে ১৫টি উইকেট নেন তিনি। মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খেতাব জয়ের পিছনে সাইকা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাইকার উপর নজর পড়ে জাতীয় নির্বাচকদের। তারপর পিছন ফিরে তাকাতে হয়নি। মুম্বইয়ের মাঠেই অভিষেক হয়ে গেল বাংলার মেয়ের। বুধবার ভারতের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন সাইকা। ৭৫ রান করা ড্যানি ওয়াটের উইকেট তুলে ইংল্যান্ডের ১৩৮ রানের জুটি ভাঙেন সাইকাই। তাঁর বলে স্টাম্প করেন বাংলার আর এক মেয়ে রিচা ঘোষ।
The #TeamIndia debutants are all smiles 😃
— BCCI Women (@BCCIWomen) December 6, 2023
Go well, Shreyanka Patil & Saika Ishaque 🤗#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/n69gDfszzU
সাইকার (Saika Ishaque) উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে তাঁর কোচ শিবসাগর সিংয়ের। কোচ বললেন, “মঙ্গলবার আমার সঙ্গে কথা হয় সাইকার। ওর কথা বলার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। বলছিল খেলার সুযোগ পেলে আমি পারব ভাল বল করতে। সাইকা খুব বেশি দূরের লক্ষ্য মাথায় রাখে না। একটা করে বল নিয়ে ভাবে। পুরো মনোযোগ থাকে যে বলটা করছে সেটার দিকে। সেটাই ওর সব থেকে বড় অস্ত্র।” শিবসাগরের মতে সাইকার সব থেকে বড় অস্ত্র কঠিন মানসিকতা।
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন সাইকা। তিন ভাইবোন মানুষ হয়েছেন মায়ের কাছে। বাবার স্বপ্ন ছিল মেয়ে ক্রিকেটার হবে। অভাবের সংসার থেকে উঠে এসেই আজ আশার আলো দেখছে সাইকা। আড়াই বছর আগে, বাংলা দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। কিন্তু কোচ শিবসাগরের নজরদারিতে এবং মনের জোরে ফের ফিরে আসেন সাইকা। মেয়েদের আইপিএল বদলে দেয় জীবন। এখন শুধু বাংলার নয়, ভারতের ক্রিকেটার সাইকা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।