img

Follow us on

Monday, Nov 25, 2024

Blind T20 World Cup: গ্রামে ফিরলেন ব্লাইন্ড টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য বাংলার শুভেন্দু

আবেগে ভাসলেন ঝাড়গ্রামের মানুষ

img

শুভেন্দু মাহাতো।

  2022-12-27 16:43:21

মাধ্যম নিউজ ডেস্ক: ঘরে ফিরলেন ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য বাংলার শুভেন্দু মাহাতো। ঝাড়গ্রামের এই অলরাউন্ডারকে নিয়ে গর্বিত তাঁর গ্রাম। চলতি বছরের ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে ভারত। ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলের একমাত্র বাঙালি সদস্য শুভেন্দু। সোমবার নিজের বাড়ি ফিরলেন শুভেন্দু। স্টেশন থেকেই তাঁকে রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আত্মীয়রা। 

মনের জোরেই সাফল্য

জীবনের শুরুতে শুভেন্দু দু চোখেই দেখতে পেত। ছোটবেলায় একটা দুর্ঘটনার পর  থেকেই দৃষ্টিশক্তি হারান শুভেন্দু। দৃষ্টি হারালেও মনের জোর হারাননি তিনি। উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নেমেছিল ভারতীয় দল। লক্ষ্য ছিল বিশ্বকাপে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। বাংলাদেশকে ১২০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দেয় ভারত। সুনীল রমেশ ও ভারতীয় অধিনায়ক অজয় কুমার রেড্ডির শতরানের সুবাদেই টানা তৃতীয়বার বিশ্বকাপ জেতে ভারতীয় দৃষ্টিহীন দল।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

সোমবার সকাল ন'টার সময় কলকাতা থেকে সাঁতরাগাছি লোকালে করে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছয় শুভেন্দু। ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন শুভেন্দুর মা দিপালী মাহাতো সহ কৈমা গ্রামের শতাধিক মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। শুভেন্দুকে মিষ্টিমুখ করায় তাঁর মা দিপালী মাহাতো। শুভেন্দুর সঙ্গে ছবি তুলতে এবং সেলফি নেওয়ার জন্য মানুষের হুড়োহুড়ি লেগে যায়। গ্রামের মাটিতে পা রেখে আবেগতাড়িত শুভেন্দুর কথায়, "ঝাড়গ্রামে ফিরে খুব ভালো লাগছে। আমার মা ও গ্রামের সকল মানুষজন এসেছে খুবই ভালো লাগছে। এই জয় আমার একটা স্বপ্ন ছিল। আমার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার (West Bengal News) যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে আমার এগিয়ে যেতে আরও সুবিধা হবে।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Jhargram

world cup

Subhendu Mahato

blind world t20


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর