Boris Becker: ভুয়ো তথ্য দিয়ে নিজেকে দেউলিয়া প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। তদন্তে উঠে আসল অন্য তথ্য...
টেনিস কিংবদন্তী বরিস বেকার (ফাইল চিত্র)
মাধ্য়ম নিউজ ডেস্ক: অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলেন না বরিস বেকার। আর্থিক প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হলেন এই কিংবদন্তী টেনিস তারকা। তাঁকে আড়াই বছরের সাজা দিয়েছে আদালত।
ভুয়ো তথ্য দিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন এই ৫৪ বছরের প্রাক্তন জার্মান টেনিস তারকা। নিজের সম্পত্তি গোপন করে এই কাজ করেছিলেন তিনি। এমনকি ব্যাঙ্ক থেকে তিন লক্ষ পাউন্ড ঋণও নিয়েছিলেন তিনি। তবে ব্যাঙ্ক ঋণ শোধ না করে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেন। এমনকী নিজের স্ত্রীর সম্পত্তিও গোপন করেছিলেন বরিস। শুধু তাই নয় টেনিস থেকে পাওয়া পদক ও ট্রফি তিনি বিক্রি করে দিয়েছিলেন বলে দাবি করেছিলেন বরিস।
প্রসঙ্গত স্পেনের শহর মালোরকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ড ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন তিনি। সেই ঋণের কিস্তি তিনি পরিশোধ করেননি। উল্টে মিথ্যের আশ্রয় নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বেকার। আদালতের সামনে তিনি জানান, তাঁর দুটি উইম্বলডন খেতাব নাকি হারিয়ে গিয়েছে। যে সময় বেকার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন সে সময় তার ঋণের পরিমাণ ছিল প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড।
কিন্তু, তদন্তে উঠে আসে অন্য তথ্য। দেখা গেছে, দুই প্রাক্তন স্ত্রী বারবারা এবং লিলি-সহ মোট ন’জনের অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষের বেশি পাউন্ড পাঠিয়ে দেন বেকার। জার্মানিতে তাঁর একটি বিলাসবহুল বাংলো, একটি বহুজাতিক সংস্থার ৭৫ হাজার শেয়ার এবং লন্ডনের ফ্ল্যাটের কথাও গোপন করেছিলেন তিনি। তাঁর সাতবছরের জেল হতে পারত বলে মনে করছে বিশেষজ্ঞরা। এদিন তাঁকে আড়াই বছরের শাস্তির সাজা শোনায় সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।