Carlos Alcarez: টেনিসের নয়া বিস্ময় কার্লোস আলকারাজে মুগ্ধ নাদাল থেকে শচিন
নয়া চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
মাধ্যম নিউজ ডেস্ক: রচিত হল নয়া ইতিহাস। নোভাক জকোভিচ (Novak Djokovic) গত দশ বছরে হারেননি সেন্টার কোর্টে। টানা চারবারের উইম্বলডন চ্যাম্পিয়ন (Wimbledon final 2023)। তাঁকে টলিয়ে দিলেন ২০ বছরে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। যিনি এই মুহূর্তে টেনিসের বিস্ময়। তরুণ স্প্যানিয়ার্ড ১-৬, ৭-৬(৬), ৬-১, ৩-৬, ৬-৪ জয় নিশ্চিত করেন। ২০১৩ সালের পরে উইম্বলডনে যিনি হারেননি, তিনি হার মানলেন হাঁটুর বয়সি এক তরুণ তুর্কির কাছে। এবারের উইম্বলডন খেতাব জিতলে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাতে পারতেন নোভাক। কিন্তু সেরেনার মতো সেই ২৩টিতেই আটকে থাকলেন সার্বিয়ান কিংবদন্তি।
A new name. A new reign. 🇪🇸@carlosalcaraz, your 2023 Gentlemen's Singles champion#Wimbledon pic.twitter.com/3KNlRTOPhx
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
ম্যাচ শেষে কার্লোস আলকারাজ জানিয়ে দিয়েছেন, ‘আমার টেনিস জীবনের আইডল হলেন জকোভিচ। তাঁর খেলা দেখেই বড় হয়েছি। আমি যে বছর জন্মাই, তার আগে থাকতে টেনিসে ট্রফি জিতছেন জকোভিচ। তাই আমি তাঁকে হারাতে পেরে উচ্ছ্বসিত বললেও কম বলা হবে।’
"Since I was born, you were already winning tournaments"@DjokerNole has been an inspiration for @carlosalcaraz from a young age#Wimbledon pic.twitter.com/B5KrObv2Wm
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
পাশাপাশি আলকারাজ বলেছেন, ‘জকোভিচকে হারানো খুব কঠিন। উনি যে বলেন, ৩৬ বছর নয়, খেলেন ২৬ বছরের মতো। কথাটি সঠিকই। আজও ওঁর বিরুদ্ধে খেলে আমার তাই মনে হয়েছে। উনি ক্লান্ত হতে জানেন না।’ কার্লোস আলকারাজ আরও বলেন, ‘এই স্টেজে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ২০ বছর বয়সি একটি ছেলের পক্ষে এই ধরণের পরিস্থিতিতে সত্যিই দ্রুত পৌঁছানো আশ্চর্যজনক। আমি সত্যিই নিজেকে এবং আমার দল নিয়ে সত্যিই গর্বিত।’
আরও পড়ুন: জাবেউরকে হারিয়ে উইম্বলডন খেতাব জয় মার্কেতার
টুর্নামেন্টের শুরু থেকেই আলকারাজকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। ফাইনালে নামার আগেও তিনি হুঙ্কার দিয়েছিলেন জকোভিচকে হারাবেন বলে। আর সেটাই করে দেখালেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আগামী সোমবার টেনিসের যে নতুন ক্রমতালিকা প্রকাশিত হবে সেখানে বিশ্বের এক নম্বর হিসেবে আলকারাজের নামটাই জ্বলজ্বল করবে। কারণ উইম্বলডন ফাইনালের আগেই জানা গিয়েছিল যে, চ্যাম্পিয়ন যেই হবেন, সেই চলে যাবেন মগডালে। উইম্বলডনের ফাইনালে জিতে একেই থাকলেন এক নম্বর। ফাইনালের মতো ফাইনাল দেখল সেন্টার কোর্ট। রুদ্ধশ্বাস, হাড্ডাহাড্ডি, নেক-টু-নেক শব্দগুলো জুড়ে থাকল ৪ ঘণ্টা ৪২ মিনিটের পাঁচ সেটের সুপার সানডে সাসপেন্সে। অনেকেই বলছেন টেনিসে আলকা রাজ-যুগের শুরু।
Enhorabuena @carlosalcaraz . Nos has dado una alegría inmensa hoy y seguro que nuestro pionero en el tenis español, Manolo Santana, también ha estado animando allá dónde esté como de Wimbledon al que hoy te has unido.
— Rafa Nadal (@RafaelNadal) July 16, 2023
Un abrazo muy fuerte y a disfrutar del momento ¡¡¡Campeón!!!… pic.twitter.com/y0j2GowX3O
নাদাল থেকে শচিন আপ্লুত ক্রীড়াজগতের মহাতারকারা।
What a fantastic final to watch! Excellent tennis by both these athletes!
— Sachin Tendulkar (@sachin_rt) July 16, 2023
We’re witnessing the rise of the next superstar of tennis. I’ll be following Carlos’ career for the next 10-12 years just like I did with @Rogerfederer.
Many congratulations @carlosalcaraz!#Wimbledon pic.twitter.com/ZUDjohh3Li
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।