img

Follow us on

Saturday, Oct 05, 2024

Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

CWG 2022: 'সোনার মেয়ে'-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শচীন তেন্ডুলকর...

img

মীরাবাই চানু

  2022-07-31 10:12:14

মাধ্যম নিউজ ডেস্ক: গলায় ঝুলছে সোনার পদক। পোডিয়ামে উড়ছে তেরঙা। এরিনায় বাজছে 'জন গণ মন'। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন মীরাবাই চানু। শনিবার রাতে (ভারতীয় সময়) ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে প্রায় ছেলেখেলা করেই সোনা জিতলেন দেশের 'সোনার মেয়ে'। 

২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরা সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। এদিন শুরু থেকেই মীরা ছিলেন দুরন্ত ফর্মে। বুঝিয়ে দিয়েছিলেন যে, শ্রেষ্ঠত্বের পদক নিজের গলায় ঝোলাতে চলেছেন তিনি। আর সেটাই ঘটল। সোনা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন মীরা।

এদিন মীরাবাই কমনওয়েলথে ইতিহাস গড়লেন। তিনি এদিন মোট ২০১ কেজি ভারোত্তোলন করেন। যার মধ্যে স্ন্যাচে তুলেছেন ৮৮ কেজি। স্ন্যাচে ৮৮ কিলোগ্রাম ভারোত্তোলনের করেন। যা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, কমনওয়েলথ গেমসের রেকর্ডও বটে। অন্যদিকে, ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই তুলেছেন ১১৩ কেজি। প্রথমবারেই তিনি তুলেছেন ১০৯ কিলো। দ্বিতীয় প্রচেষ্টায় এসে কাঁধে তোলেন ১১৩ কিলো। সেটিও কমনওয়েলথে গেমস রেকর্ড। মরিশাসের মেরি রানাইভোসোয়া দ্বিতীয় হয়েছেন। দুই বিভাগ মিলিয়ে তিনি তুলেছেন ১৭২ কিলো। তৃতীয় স্থানে কানাডার হান্নাহ কামিনস্কি। তিনি তুলেছেন ১৭১ কিলো।

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

চানুর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি এই ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, দুর্ধর্ষ মীরাবাই চানুর জন্য ভারত গর্বিত। বার্মিংহাম গেমসে তিনি সোনা জিতেছেন এবং একটি নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েছেন বলে প্রত্যেক ভারতীয় আনন্দিত। তার সাফল্য অনেক ভারতীয়, বিশেষ করে উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। 

অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, স্বর্ণপদক! ভারতীয় ভারোত্তোলকরা দেশের পতাকা উঁচু রেখেছেন। সাবাশ মীরাবাই চানু। আপনি অসাধারণ দৃঢ়তা এবং প্রত্যয় দেখিয়েছেন। আপনার কৃতিত্বে দেশ গর্বিত।

 
অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, প্রতিযোগীদের থেকে মাইল এগিয়ে মীরাবাই চানু। একসঙ্গে স্বর্ণপদক জেতা এবং কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়া, জোড়া আনন্দ। অনেক অভিনন্দন। ভারতকে গর্বিত করতে থাকুন।

গেমসের দ্বিতীয় দিনে মোট চারটি পদক পায় ভারত। সবকটি আসে ভারোত্তোলনে। ভারতকে গেমসের প্রথম পদক এনে দেন সংকেত মহাদেব। পুরুষ ৫৫ কেজি বিভাগে তিনি রুপো জেতেন। এরপর পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। এরপর দিনের সেরা পারফরম্যান্স হিসেবে সোনা জেতেন চানু। এরপর মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে আরেকটি রুপো পদক এনে দেন বিন্দ্যারানি দেবী।

আরও পড়ুন: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য

Tags:

Commonwealth Games 2022

CWG 2022

Saikhom Mirabai Chanu

Mirabai Chanu Wins Gold

Mirabai Chanu Wins Gold Medal

India First gold in CWG

Mirabai Chanu CWG 2022 Gold

Mirabai Chanu Commonwealth Games 2022


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর