img

Follow us on

Saturday, Jan 18, 2025

Commonwealth Games: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

আন্তর্জাতিক মঞ্চে সৌরভের এই সাফল্য দেশের যুব সম্প্রদায়কে স্কোয়াশের প্রতি আগ্রহী করে তুলবে, আশা প্রধানমন্ত্রী মোদির।

img

পদক জয়ের হাসি। সৌরভ ঘোষাল।

  2022-08-04 11:53:40

মাধ্যম নিউজ ডেস্ক: অচিন্ত্য শিউলির পর ফের বাংলায় (Bengal) এল পদক (Medal)। সৌরভ ঘোষালের (Sourav Ghosal) হাত ধরে কমনওয়েলথ গেমসে (CWG) স্কোয়াশের সিঙ্গলসে প্রথম ভারতের ঝুলিতে পদক এল। এককথায় ব্রোঞ্জ (Bronze) পদক জিতে ইতিহাস গড়লেন কলকাতার বছর ৩৫-এর সৌরভ। যাবতীয় আবেগ আর উচ্ছ্বাসকে ধরে রেখে যেন নিজেকে মেলে ধরলেন তিনি। সৃষ্টি হল ইতিহাস। ম্যাচ শেষে তাই কেঁদে ফেললেন সৌরভ। বাংলার ছেলেকে পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক মঞ্চে সৌরভের এই সাফল্য দেশের যুব সম্প্রদায়কে স্কোয়াশের প্রতি আগ্রহী করে তুলবে।'

সৌরভের ব্রোঞ্জ জয়কে বাহবা না দিয়ে উপায় নেই। এমন একজনকে  যা স্মরণীয় করে রাখার মতো। বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী ও কমনওয়েলথ গেমসে সোনা পাওয়া ইংল্যান্ডের জেমস উইলসট্রপকে হারিয়ে পদক পেয়েছেন সৌরভ। খেলার ফল ছিল ১১-৬, ১১-১ ও ১১-৪। বাংলার এই পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বার্মিংহ‌্যামে আসার আগে সৌরভ ট্রেনিং নিয়েছিলেন বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী গ্রেগরি গলটিয়েরের কাছে। লক্ষ্য ছিল টেকনিককে আরও নিখুঁত করে তোলা। স্কোয়াশে ইংরেজদের হারানো এমনিতেই কঠিন। তার উপর ইংল্যান্ডের মাটিতে জিতে আসা মোটেই সহজ কথা নয়। কিন্তু সেই অসাধ্যসাধন করলেন এমন একজনের বিপক্ষে যার ছ’টা কমনওয়েলথের পদক রয়েছে। জেমস উইলসট্রপের সঙ্গে গত ন’বারের সাক্ষাতে মাত্র একবার জিতেছিলেন সৌরভ।

আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

স্কোয়াশে সিঙ্গলসে পদক জয়ের পর এদিন সৌরভ বলেন, “পরিকল্পনা অনুযায়ী খেলে পদক জিতলাম। সিঙ্গলসে পদক জয় নিঃসন্দেহে বড় ব্যাপার। আরও ভাল খেলার চেষ্টা চালিয়ে যাব।” 

Tags:

Commonwealth Games 2022

Commonwealth Games

Sourav Ghoshal

Sourav Ghoshal won bronze medal in squash

bronze medal in squash for India 1st time


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর