Dexa Test: ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টও বাধ্যতামূলক করল বিসিসিআই।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার মুম্বইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সিনিয়র দলের পর্যালোচনা বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কোনও ক্রিকেটারকে দলে জায়গা পেতে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। সূত্রের খবর, ইয়ো-ইয়ো টেস্ট এবং ডেক্সা টেস্ট (Dexa Test) এখন ক্রিকেটারদের দলে নির্বাচনের মাপকাঠির অংশ হবে। যদিও ইয়ো-ইয়ো টেস্টের কথা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সবার জানা। এর আগে একাধিক ক্রিকেটার এই ইয়ো ইয়ো টেস্টে সফল হতে পারেননি। তবে বিসিসিআই এবার ফিটনেসের যোগ্যতামান হিসেবে ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টের প্রচলন করছে জাতীয় দলে। অর্থাৎ এবার টিম ইন্ডিয়ায় নির্বাচিত হলে ক্রিকেটারদের ইয়ো-ইয়ো টেস্টে পাশ করা ছাড়াও ডেক্সা টেস্টেও পাশ হতে হবে।
গত রবিবার, ভারতীয় ক্রিকেটারদের কথা ভেবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহ। এই বৈঠকেই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করা হয়। অতীতে একাধিকবার খেলোয়াড়দের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। ফলে আঘাত পাওয়ার থেকে দূরে থাকতেই ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ডেক্সা টেস্টও বাধ্যতামূলক করা হচ্ছে। তবে এখন প্রশ্ন উঠছে, কী এই ডেক্সা টেস্ট?
আরও পড়ুন: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি
এটি একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে মানুষের শরীরে হাড়ের ঘনত্ব মাপা হয়। একটি স্ক্যান করা হয়, যেখানে ‘ডুয়াল এনার্জি এক্স-রে’ শরীরে প্রবেশ করে। তার মাধ্যমে হাড়ের ঘনত্ব মাপা যায়। অর্থাৎ, কোনও ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কতটা তা এই পরীক্ষা থেকে জানা যায়। যে ক্রিকেটারের হাড়ের ঘনত্ব কম, সেই ক্রিকেটারের চোট পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে তাঁদের হাড়ে ঘনত্ব বাড়াতে হবে। এছাড়াও এই টেস্টের সাহায্যে বডি ফ্যাটের সঠিক পরিমাণ নির্ধারণ দুর্বল এবং চর্বিহীন মাংসপেশী চিহ্নিত করা যায়।
এটি ১০ মিনিটের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্র দরকার। ইতিমধ্যেই বিসিসিআই সেই যন্ত্র আনানোর পরিকল্পনা করছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হবে এই পরীক্ষা। প্রতিটি সিরিজের আগে পরীক্ষা করে দেখা হবে। এই পরীক্ষা করার সময় ক্রিকেটারদের শরীরে যন্ত্রণা বা অন্য কোনও শারীরিক সমস্যা হবে না বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক কালে ক্রিকেটারদের চোটের যে বাড়াবাড়ি দেখা যাচ্ছে, তার কারণেই ইয়ো-ইয়ো পরীক্ষা ফেরানো তো হয়েছেই এবং এর সঙ্গে ডেক্সা পরীক্ষাও যোগ করা হয়েছে। আর ডেক্সা টেস্ট ক্রিকেটারদের আভ্যন্তরীণ গঠনের সঠিক ছবি তুলে ধরবে ট্রেনারের কাছে। ডেক্সা টেস্টের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ক্রিকেটারদের ফিটনেস লেভেল বাড়িয়ে তোলা যাবে ও আঘাত থেকে দূরে থাকতে পারবে।