Indian Army: মঙ্গলবার বিকেলে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল মহানগরী, শহর দেখল প্রথম ‘বেস জাম্প’
ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন (ছবি-নিজস্ব)
মাধ্যম নিউজ ডেস্ক: পরিকল্পনা সারা হয়েছিল আগেই। সেই মতো ছিল প্রস্তুতিও। শেষ বেলায় বৃষ্টির ফলে ঘটে সাময়িক ছন্দপতন। হয় বিলম্বও। কিন্তু, প্রতিকূল আবহাওয়াও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মঙ্গলবার বিকেলে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল মহানগরবাসী। শহর কলকাতা তো বটেই, পূর্ব ভারতের সর্বোচ্চ বহুতল ‘দ্য ৪২’-র ছাদ থেকে ঝাঁপ দিলেন দুই সেনাকর্তা। হাজার হাজার মানুষ দেখলেন, কীভাবে ধীরে ধীরে তাঁরা প্যারাশ্যুট করে নেমে এলেন ব্রিগেডের মাঠে। সঙ্গে নিয়ে নামলেন সুদর্শন ট্রফি। এভাবেই মঙ্গলবার কলকাতায় ডুরান্ড কাপের (Durand Cup 2023) উদ্বোধন হল। কয়েকদিন পরেই শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। তার আগে, এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে অভিনবত্ব দেখাল ভারতীয় সেনা (Indian Army)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনার পূর্বাঞ্চলীয় প্রধান জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও।
দেশের ১৪টি শহর ঘুরে ডুরান্ড কাপের ট্রফি (Durand Cup 2023) এসেছে কলকাতায়। দেরাদুন, উধমপুর, জয়পুর, পুনে, মুম্বই, কারওয়ার, এজিমালা, কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুয়াহাটি, শিলং এবং কোকড়াঝোড় থেকে এবার ডুরান্ড কলকাতায়। ফলে, তাকে ‘ফ্ল্যাগ-ইন’ বা স্বাগত জানানোর প্রক্রিয়াকে স্মরণীয় করতে সেনার (Indian Army) তরফে এমন এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। সামরিক পরিভাষায় এধরনের ঝাঁপ দেওয়াকে বলা হয়ে থাকে ‘বেস জাম্পিং’। এটি একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস। কোনও বহুতলের ছাদ কিংবা কোনও সেতু থেকে ঝাঁপ দেওয়া হয়। আর এই ঝাঁপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্যারাশুট খুলে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে ওই ব্যক্তি মাটিতে নেমে আসেন। বলা বাহুল্য, এই জিনিস আগে কখনও দেখেনি কলকাতা। সেই কারণে, বাছা হয়, ‘দ্য ৪২’-কেই। কারণ, এর চেয়ে ভালো আর কী-ই বা হতে পারতো। পূর্ব পরিকল্পনা মতো, মঙ্গলবার বিকালে ময়দান সংলগ্ন ‘দ্য ৪২’-র ৬৫ তলা থেকে প্রথমে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ ওবের। সরাসরি ময়দানে গিয়ে ল্যান্ড করেন তিনি। তার কিছু ক্ষণ পরে একই জায়গা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র বর্মা। তিনিও ল্যান্ড করেন নির্দিষ্ট জায়গায়।
View from Inside the building pic.twitter.com/2ppJgQDwUI
— Siddhant Agarwal (@SidSAgarwal) July 25, 2023
আগামী ৩ অগাস্ট থেকে শুরু হবে ডুরান্ড কাপ (Durand Cup 2023)। মোট ২৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। তার মধ্যে ১৯টি দল ভারতের। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ একাধিক জনপ্রিয় ক্লাব অংশ নেবে ডুরান্ড কাপে। এ বারে ডুরান্ড হবে গুয়াহাটি, কোকরাঝাড় এবং কলকাতায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ন্টসের মুখোমুখি বাংলাদেশ আর্মি। উদ্বোধনী ম্যাচ খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৪ জুলাই মহামেডান স্পোটিংসের প্রথম ম্যাচ। বিপক্ষে মুম্বই সিটি। কিশোর ভারতীতে খেলা হবে ওই ম্যাচ। আর ৬ তারিখ বাংলাদেশ আর্মি বিরুদ্ধে নামছে লাল-হলুদ বাহিনী। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট। তবে সবচেয়ে বেশি অপেক্ষা কলকাতা ডার্বির। ডুরান্ড কাপেই হতে চলেছে মরশুমের প্রথম বড় ম্যাচ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।