img

Follow us on

Friday, Sep 20, 2024

FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

শুধুই মর্যাদা রক্ষার ম্যাচ বাকি রইল আয়োজক কাতারের

img

জয়ের উচ্ছ্বাস।

  2022-11-26 15:38:50

মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ষষ্ঠ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস-ইরান (Wales v Iran)। এদিন আল রায়ান স্টেডিয়াম দেখল 'ফ্রাইডে ব্লকব্লাস্টার'। চূড়ান্ত নাটকীয় এবং রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে। ৯০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। ৯০ মিনিটের খেলা শেষের পরেই রেফারি জানিয়ে দেন যে, খেলা চলবে আরও নয় মিনিট। আর সেখানেই পরপর দুই গোল করে বাজিমাত করল কার্লোস কুইরোজের শিষ্যরা।  ধারে ভারে ও নামডাকে এগিয়ে থাকা ইউরোপের ফুটবল দেশ ওয়েলসের চোখের জল বার করে দিল পশ্চিম এশিয়ার দল। প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্য়র্থ হল গ্যারেথ বেলের ওয়েলস। ইরানের কাছে ০-২ ব্যবধানে হার মানতে হল ওয়েলসকে।

আটকে গেল ইংল্যান্ড

ফেভারিটের মতোই বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করেছে ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বুকায়ো সাকা। এক ঝাঁক তরুণ ফুটবলার রয়েছেন ইংল্যান্ড শিবিরে। রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেনও। ইরান ম্যাচে চোট পেয়েছিলেন হ্য়ারি। ফিট হয়ে নামলেও পার্থক্য় গড়ে দিতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্ডারডগ ধরা হলেও, তাদের হালকা নিলে ভুগতে হবে, এই প্রমাণ প্রথম ম্যাচেই পেয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। এ বার টের পেল ইংল্যান্ডও। গোলমুখ খুলতেই পারল না ব্রিটিশরা। গোলশূন্য ম্যাচে পয়েন্ট ভাগ হয়ে গেল দুই শিবিরের মধ্যে।  

আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

বিদায় কাতার

ঘুরে দাঁড়াতে পারল না কাতার। সেনেগালের কাছে ১-৩ ব্য়বধানে হারে কাতার। বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ এ-র অন্য ম্যাচে নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ১-১ ড্র হতেই আয়োজক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেল। এরপর শুধুই মর্যাদা রক্ষার ম্যাচ বাকি রইল তাদের। 

গতকালের ম্যাচের ফলাফল:

ওয়েলস্‌ ০ : ইরান ২  

কাতার ১ : সেনেগাল ৩

নেদারল্যান্ডস ১ : ইকুয়েডর ১

ইংল্যান্ড ০: মার্কিন যুক্তরাষ্ট্র ০

আজকের ম্যাচ:

টিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি) (দুপুর সাড়ে ৩টে)

পোল্যান্ড বনাম সৌদি আরব (গ্রুপ সি) (সন্ধ্যা সাড়ে ৬টা)

ফ্রান্স বনাম ডেনমার্ক (গ্রুপ ডি) (রাত সাড়ে ৯টা)

আর্জেন্টিনা বনাম মেক্সিকো (গ্রুপ সি) (রাত সাড়ে ১২টা)

Tags:

Ecuador

FIFA World Cup 2022

US impress in draws; Senegal

Iran in wins


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর