ছেলেদের ক্রিকেটে বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ
হালকা মেজাজে ভারত।
মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচ ঘিরে গ্যালারি হাউসফুল ছিল। দা ফুটবল থেকে এ বার ক্রিকেট। এমার্জিং এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান। আমিরশাহি ও নেপালকে হারিয়ে ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। তবে খেলাটা নিয়মরক্ষার হলেও প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। বাইশ গজে যখন যেখানে ভারত-পাক লড়াই হয় তা নিয়ে উত্তেজনার পারদ চড়তেই থাকে।
ছেলেদের ক্রিকেটে এটিই বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপে দু'দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। ভারত-পাকিস্তান, যে দল আজ জিতবে, গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যাবে তারা। ভারত প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন অধিনায়ক যশ ধূল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করেন। তেমনই ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন। অনবদ্য ইনিংস খেলেন আর এক উঠতি প্রতিভা অভিষেক শর্মা। ভারত-পাকিস্তানে ম্যাচের চাপ সামলে কে বা কারা নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেন তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?
১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে। স্টার স্পোর্টস, ফ্যান কোডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।