ওঁর অবদান কখনও ভোলার নয়। ওঁর লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা, মত মান্ধানার
ঝুলন গোস্বামী।
মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিয়ে সরকারি কোনও ঘোষণা নেই। ঝুলন গোস্বামীও (Jhulan Goswami) কিছু বলেননি। চুপ বিসিসিআইও (BCCI)। তবে ভারতীয় ক্রিকেটের আনাচেকানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি একদিনের সিরিজই ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ মঞ্চ হতে চলেছে। এই সিরিজ শুধু বাংলার পেসারটির কাছে নয়, সতীর্থদের কাছেও স্পেশ্যাল। ঝুলনের বিদায়ী মঞ্চকে স্মরণীয় করে রাখতে চান ভারতীয় মহিলা দলের ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে মান্ধানা বলেছেন, ‘এই ওডিআই সিরিজ ঝুলুদির জন্য জিততে চাই। ওঁর অবদান কখনও ভোলার নয়। ওঁর লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?
জয়ের জন্য ভারতের সামনে ২২৮ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। যদিও সেই বাধা টপকাতে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতের মেয়েদের। শেফালি ভার্মা (১) দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও, ওপেনার স্মৃতি মান্ধানা ও যস্তিকা ভাটিয়ার অনবদ্য পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়। যস্তিকা ৪৭ বলে করেন ৫০ রান। তারপর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জয় নিশিচত করেন মান্ধানা। ৪৪.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন স্মৃতি। ৯১ রানে আউট হন তিনি। হরমনপ্রীত ৭০ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা সর্বাধিক দু’টি উইকেট নিলেও বল হাতে কামাল দেখিয়েছেন ঝুলনও। ১০ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন সহ মাত্র ২০ রানের বিনিময়ে তিনি তুলে নেন একটি উইকেট। তাঁর এমন কৃপণ বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বয়সের নিরিখে ঝুলনকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে। ও এখনও যেভাবে পারফর্ম করছে, তাতে আরও কয়েকটা বছর অনায়াসে খেলে দিতে পারে।
আরও পড়ুন : তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি
এসব মন্তব্যের অবশ্য আর কোনও মূল্য নেই। ঝুলনের অবসরের মঞ্চ ঠিক হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচেই তিনিই বুট জোড়া তুলে রাখবেন পাকাপাকিভাবে। যবনিকা পড়বে তাঁর দীর্ঘ দু’দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু সুখ-দুঃখের কাহিনী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।