নিজেরা জিতলে এবং স্পেনের কাছে জাপান হারলে অনায়াসেই নক আউটে যেতে পারবে জার্মানি।
জয়ই লক্ষ্য।
মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি জার্মানি (Germany Football Team)। বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচেই জাপানের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় এবং পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে ১-১ ড্র। ফেভারিট জার্মানি টানা দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে না তো। বুধবার আর্জেন্টিনা পোল্যান্ডকে হারিয়ে সরাসরি নকআউট পর্বে চলে গিয়েছে। জার্মানি যেন সেই পথেই হাঁটে প্রার্থনা সমর্থকদের।
বিশ্বকাপের আগের ২১ আসরের মধ্যে ১৯ বারই অংশ নেওয়া জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে চার বার। ৯ বার উঠেছে ফাইনালে। সেমিফাইনাল খেলেছে ১৩ বার! বিশ্বকাপের চিরকালীন ফেভারিট সেই জার্মানি টানা দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় থর-হরিকম্প। যে দলটি ৯ বার ফাইনালে উঠে চার বার চ্যাম্পিয়ন হয়েছে,সেই জার্মানিকে নকআউটে যেতে হলে অন্যের সাহায্যও নিতে হবে! দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপের প্রথম দুটো ম্যাচ পরপর জিততে পারবে না, এরকমটা জার্মান ফুটবল ইতিহাসে একবারই দেখা গিয়েছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে।
জার্মানিকে শেষ ষোলোয় যেতে হলে আজ কোস্টারিকাকে হারাতে হবে। পাশাপাশি স্পেন-জাপান ম্যাচে, স্পেনের জয় চাইতে হবে।! কারণ, নিজেরা জিতলে এবং স্পেনের কাছে জাপান হারলে অনায়াসেই নক আউটে যেতে পারবে জার্মানি। কিন্তু জাপানের কাছে স্পেন হারলে জার্মানিদের কোস্টারিকার বিপক্ষে জিততে হবে বিশাল ব্যবধানে। যদি স্পেন-জাপান ম্যাচটি ড্র হয়, সেক্ষেত্রেও জার্মানিকে অন্তত ২-০ গোলে জিততে হবে।
আরও পড়ুন: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স
কোস্টারিকার বিপক্ষে খেলতে নামার আগে অবশ্য এতকিছু নিয়ে ভাবতে নারাজ জার্মানির কোচ হান্সি ফিল্ক (Hansi Flick)। তাঁর কথায়, ‘‘আসলে ঠিকঠাক ফল পাচ্ছি না বলে আমাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। দেখে নেবেন, এই বিশ্বকাপে কোস্টারিকা ম্যাচটাই হবে আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। এত তাড়াতাড়ি জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় জানাবেন না। এখনও অনেক চমক বাকি আছে।’’এখন সেই চমকের অপেক্ষায় সমর্থকরা। আসলে ফুটবল ময়দানে চমকের জন্যই বিখ্যাত জার্মানি। তাই শেষ বাঁশি বাজার আগে জার্মানি সম্পর্কে শেষ কথা না বলাই ভাল।