আর্জেন্টিনার পর প্রথম ম্যাচেই ঘায়েল জার্মান
বল দখলের লড়াই।
মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ। পর পর দু’দিন দু’টো অপ্রত্যাশিত ফল। আর্জেন্টিনার পর প্রথম ম্যাচেই ঘায়েল জার্মানি। যেন আর্জেন্টিনা ম্যাচেরই রি-প্লে দেখাল জাপান। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেলায় হারাল জাপান। উদিত সূর্যের দেশের কাছে ম্লান জার্মান দম্ভ। জাপান ম্যাচের শেষ দিকে দুরন্ত ফুটবল খেলে জয় ছিনিয়ে নিল জার্মানির বিরুদ্ধে।
২০২২ কাতার বিশ্বকাপের চতুর্থ দিনে বড় ধরনের বিপর্যয় ঘটাল জাপান। বুধবার, ২৩ নভেম্বর গ্রুপ-ই-তে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল এশিয়ার জায়ান্ট জাপান। এর আগে মঙ্গলবার আর্জেন্টিনাকে ১-২ গোলে হারিয়েছিল সৌদি আরব। এবার জার্মানিকে হারাল জাপান। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ই-এর ম্যাচে জাপান ২-১ গোলে চার বারের বিশ্ব খেতাব জয়ী জার্মানিকে হারিয়ে চমক দিল। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত মনে হয়েছিল জার্মানিই জিতবে। কিন্তু এর পর ৮ মিনিটের ব্যবধানে দু’টি গোল করে বসে জাপান। শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেনি জার্মানি। প্রথমার্ধের ৩৩ মিনিটে ইকে গুয়েন্দোগান গোল করে এগিয়ে দেন জার্মানিকে। দ্বিতীয়ার্ধ কিন্তু জাপানের। গর্ব করার মতো ফুটবল খেলল জাপান। খেলার ৭৫ মিনিটে রিৎসু দোয়ান জাপানের হয়ে গোল করে সমতা ফেরান। ৮ মিনিট পরে জাপানের হয়ে জয়সূচক গোলটি করেন তাকুমা আসন। আর্জেন্টিনার দিনও প্রথমে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। পরে সেই গোল শোধ করে ম্যাচ জিতে যায় সৌদি আরব।
আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা
কোস্তারিকাকে নিয়ে এদিন ছেলেখেলা করল স্পেন। সাত সাতটা গোল দিল তারা। স্পেন প্রথমার্ধে ৩টি গোল করে। বাকি ৪টি গোল করে দ্বিতীয়ার্ধে। বিশ্বকাপে এত বেশি ব্যবধানে স্পেন কখনও জেতেনি। কাতার বিশ্বকাপে বুধবার প্রথম ম্যাচ ছিল ক্রোয়েশিয়া বনাম মরক্কোর। ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের রানার্স আপ। সেইমতো তাদের কাছে অনেক প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু ক্রোয়েশিয়া হতাশ করল। ম্যাচ গোলশূন্য রেখে ১ পয়েন্ট ছিনিয়ে নিল মরক্কো।
গতকালের ম্যাচের ফলাফল:
মরক্কো ০ : ক্রোয়েশিয়া ০
জার্মানি ১ : জাপান ২
স্পেন ৭ : কোস্তারিকা ০
বেলজিয়াম ১: কানাডা ০
আজকের ম্যাচ:
সুইৎজারল্যান্ড-ক্যামেরুন (দুপুর সাড়ে ৩টে)
উরুগুয়ে-কোরিয়া রিপাবলিক (সন্ধ্যা সাড়ে ৬টা)
পর্তুগাল-ঘানা (রাত সাড়ে ৯টা)
ব্রাজিল-সার্বিয়া (২৫, নভেম্বর রাত সাড়ে ১২টা)