FIFA World Cup: শেষ আটের লড়াইয়ে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, যারা আমেরিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
লিওনেল মেসি
মাধ্যম নিউজ ডেস্ক: মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (FIFA World Cup)। টানটান উত্তেজনা। ১০০০ তম ম্যাচ মেসির। আর তাতেই বিশ্বের কাছে ফের সেরা হয়ে উঠলেন লিওনেল মেসি। ২-১ গোলে শেষ আটে জায়গা করে নিল আর্জেন্টিনা। আর অন্যদিকে নিজের ১০০০তম ম্যাচে খেলতে নেমেই করলেন গোল। আর তাতেই ফের দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল সংখ্যায় দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। ২১ টি ম্যাচে মারাদোনার গোল সংখ্যা ছিল ৮টি। মেসি ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৯ টি গোল। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ।
🇦🇷😄#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/96vJTCo0NR
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা
গ্রুপ লিগে (FIFA World Cup) নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলেও বিশ্বকাপে তাঁদের প্রত্যাবর্তন দেখার মত। পরপর দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। প্রথম থেকেই ম্যাচ আজ আর্জেন্টিনার পক্ষেই ছিল। ম্যাচের ১০ মিনিট পর্যন্ত বলের দখল রেখেছে আর্জেন্টিনা। এরপর যদিও আর্জেন্টিনাকে তাদের ছন্দে দেখা যাচ্ছিল না। আর তারপরেই ৩৫ মিনিটে মেসির ম্যাজিক! চোখধাঁধানো গোল। ৩৫ মিনিটের আগে মেসিকে নিয়ে কোনও আশার আলো দেখা যাচ্ছিল না। কিন্তু নিজের ম্যাজিক দেখিয়েই দিলেন তিনি। তাঁর গোল করার পদ্ধতি দেখেই প্রমাণ হয়ে গেল তিনি কেন বিশ্বের সেরা।
প্রথমার্ধের খেলা শেষে ম্যাচে তেমন কোনও পরিবর্তন আসেনি। তবে মেসির গোলেই যেন অক্সিজেন পেল আর্জেন্টিনা। মেসির গোলের হাত ধরেই ১-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৫৫ মিনিটেও অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল, এককথায় তাদের খেলাতে সেই তেজটাই যেন ছিল না। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৭ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে ফেলে আর্জেন্টিনা। ডে পল ও আলভারেজের মাঝখান দিয়ে বল কাটাতে গিয়ে চাপে পড়ে যান ম্যাট রায়েন। তাঁর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সরাসরি গোলে শট করেন আলভারেজ। ২-০ গোলে এগিয়ে যায় তাঁরা (FIFA World Cup)।
এরপর ৭৭ মিনিটে সঠিক সময়ে অস্ট্রেলিয়া ব্যবধান কমাল। তবে গোলটি হল আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজের জন্য। আর এরপরেই ম্যাচ শেষের বাঁশি বেজে গেল। এই ম্যাচে মেসি ম্যাজিকই পিছিয়ে দিল অজিদের। এরপর শেষ আটের লড়াইয়ে তাঁরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের (FIFA World Cup)।
মেসির গড়া দুই রেকর্ড
কেরিয়ারের পঞ্চম তথা শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি (FIFA World Cup)। আর তাতে বিশ্বকাপের মঞ্চে তাঁর কেরিয়ারের নবম গোল করলেন। ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে তাঁর প্রথম গোল। পাঁচটি বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম নকআউট পর্যায়ে গোল হল মেসির। এর আগে ৮টি গোলই তিনি করেছেন গ্রুপের ম্যাচে। ফলে এদিন নকআউটে গোল করে বড় রেকর্ড করে ফেললেন আর্জেন্টাইন তারকা। আবার এদিন বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে টপকে গেলেন দিয়েগো মারাদোনাকে। ২৩ ম্যাচে ৯টি গোল হল মেসির। মারাদোনার ছিল ৮টি। এবার শুধু সামনে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, তাঁর গোলের সংখ্যা ১০।
জয়ের পর মেসির প্রতিক্রিয়া
রবিবার অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারানোর (FIFA World Cup) পর সাংবাদিক বৈঠকে আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেন, “আমি আজ জানতে পারলাম যে এটা (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাউন্ড অফ ১৬-র ম্যাচ) ১,০০০ তম ম্যাচ। আমি বর্তমানে থাকতে ভালোবাসি। আমরা যে পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আমি উপভোগ করছি। আরও একটি ধাপ এগিয়ে যেতে পেরে এবং কোয়ার্টার-ফাইনালে উঠে আমি খুশি। এটা কঠিন ম্যাচ ছিল। এটা কঠিন দিন ছিল। এই ম্যাচটা জিতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারায় আমরা খুশি। আমরা কোয়ার্টার-ফাইনালে উঠে গিয়েছি, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ।”