img

Follow us on

Thursday, Jul 04, 2024

FIFA World Cup: মেসি ম্যাজিক! আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে গড়লেন একাধিক রেকর্ড

FIFA World Cup: অপ্রতিরোধ্য মেসি!

img

লিওনেল মেসি

  2022-12-14 15:25:37

মাধ্যম নিউজ ডেস্ক: অপ্রতিরোধ্য মেসি! কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে উঠে গেল মেসিরা। এদিন ম্যাচে মেসি খেলতে নেমেই জয়ের পাশাপাশি গড়লেন একের পর এক নজির। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। ফাইনাল ম্যাচেও মেসির সামনে থাকবে একাধিক নতুন রেকর্ড গড়ার ও পুরনো রেকর্ড ভাঙার সুযোগ।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমে মেসির তিনটি রেকর্ড

বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে (FIFA World Cup) মাঠে নামার সঙ্গে সঙ্গে দুটি রেকর্ড গড়ে ফেলেছেন লিওনেল মেসি। আর পেনাল্টি থেকে গোল করেও আরও একটি রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার।

প্রথম রেকর্ড

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। এতদিন বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউজের। কিন্তু এবারে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় যুক্ত হল মেসিরও নাম। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছিলেন ম্যাথিউজ। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে (FIFA World Cup) এবার ২৫তম ম্যাচ খেলে মেসিও তাঁর পাশে স্থান পেলেন।

আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

দ্বিতীয় রেকর্ড

বিশ্বকাপে (FIFA World Cup) অধিনায়ক হিসেবেও মেসি গড়লেন নতুন রেকর্ড। ম্যাথিউজের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি, এদিন মেসি ছাপিয়ে গেলেন মেক্সিকোর প্রাক্তন অধিনায়ক রাফায়েল মার্কুয়েজকে। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এই ম্যাচের আগে পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। আর এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার পর অধিনায়ক হিসেবে মেসির হয়ে গেল ১৯ টি ম্যাচ। ফলে এটিও তাঁর চলতি বিশ্বকাপে একটি নতুন রেকর্ড।

তৃতীয় রেকর্ড

আবার এদিন গোল করার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন মহাতারকা। এদিন ম্যাচের ৩২ মিনিটে দলের প্রথম গোল পেনাল্টি থেকে করেন মেসি। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১০ গোল করার নজির ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির।

আবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে নেমে কিলিয়ান এমবাপেকেও ধরে ফেললেন মেসি। ফ্রান্সের তারকা চলতি বিশ্বকাপে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি তাঁর চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে এমবাপেকেও গোলসংখ্যায় ধরে ফেললেন মেসি। চলতি বিশ্বকাপে (FIFA World Cup) তাঁরও ৫ গোল হয়ে গেল।

এভাবেই দেখতে দেখতে কাতার বিশ্বকাপও (FIFA World Cup) শেষের পথে। আর একটি সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ বাকি রয়েছে। লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট। এরপর ফাইনালে কার বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন মেসিরা, এখন সেদিকে তাকিয়েই বিশ্ববাসী। আর ১৮ ডিসেম্বরের ফাইনালে মেসির জাদু দেখার জন্য এখন থেকেই দিন গুনছে মেসি প্রেমীরা।

Tags:

Lionel Messi

Qatar World Cup 2022

Fifa World Cup

FIFA World Cup 2022

Argentina vs Croatia

Argentina Football Team

Messi's three records


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর