img

Follow us on

Thursday, Jul 04, 2024

FIFA World Cup: মেসিকে আলাদা করে আটকানোর কিছু নেই! দাবি ক্রোয়েশিয়ার স্ট্রাইকার পেটকোভিচের

আর্জেন্টিনা দলটা খুই ভালো। পুরো দলটাকেই আটকাতে হবে।

img

সাংবাদিকদের মুখোমুখি।

  2022-12-13 14:06:01

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। অনেকে এই ম্যাচটাকে এল এম টেনের দ্বৈরথ হিসাবে দেখছেন। কারণ, একদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, অন্য দিকে লুক মড্রিচ। দুজনেই খেলেন ১০ নম্বর জার্সি পরে। তবে ধারে ভারে মেসি অনেক এগিয়ে। তিনি একাই বদলে দিতে পারেন ম্যাচের রং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও তাঁর জুড়ি মেল ভার। মেসির পায়ে বল মানেই বিপক্ষ ডিফেন্স আতঙ্কিত হয়ে পড়ে। আর্জেন্টাইন মহাতারকাকে আটকানোর জন্য একজন বা দুজন নয়, একাধিক ফুটবলের ব্যস্ত হয়ে পড়েন। এই দৃশ্য নতুন নয়। কিন্তু সেমি ফাইনালে মেসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না ক্রোয়েশিয়া।

কী বলছেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার

ক্রোট স্ট্রাইকার ব্রুনো পেটকোভিচের কথায়, "আমরা টিম গেমে বিশ্বাসী। কোনও একজন ফুটবলারকে আটকানোর কোনও পরিকল্পনা করিনি। পুরো আর্জেন্টিনা দলকে কীভাবে রুখে দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।" মেসিকে কি তাহলে আপন মনে খেলবেন, সে তো আরও বিপজ্জনক? পেটকোভিচ বলেছেন, "মেসিকে আটকানোর জন্য আমাদের আলাদা করে কাউকে রাখা হবে না। আর্জেন্টিনা দলটা খুই ভালো। আরও অনেক ফুটবলার আছে, যারা ম্যাচের রং বদলে দিতে পারে। তাই আমরা গোটা দলকে আটকানোর কথা বলছি। বাকিরা আটকে গেলে মেসি একা কিছু করতে পারবে না। আমরা যদি মেসিকে রোখার জন্য বেশি পরিকল্পনা করি তাহলে হিতে বিপরীত হতে পারে।"

আরও পড়ুন: "তুমিই আমার কাছে সর্বকালের সেরা...", রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

ব্রাজিলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ১১৭ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফিরিয়েছিল পেটকোভিচের গোল। তার পরে পেনাল্টিতে ব্রাজিলকে হারিয়েছিলেন তাঁরা। তেকাঠির নীচে লিভাকোভিচ থাকায় তাঁরা অনেক ঠান্ডা মাথায় পেনাল্টি নিতে পারছেন বলে জানিয়েছেন পেটকোভিচ। তিনি বলেছেন, ‘‘পেনাল্টি নেওয়ার সময় মানসিক দৃঢ়তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সেই সময় মাথার উপর প্রচণ্ড চাপ থাকে। কিন্তু দলে লিভাকোভিচের মতো গোলরক্ষক থাকলে চাপ অনেকটাই কমে যায়।’’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Argentina

Lionel Messi

Fifa World Cup

fifa world cup semi final match

croatian striker bruno petkovic

croatia will not do man marking


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর