img

Follow us on

Sunday, Jan 19, 2025

FIFA World Cup: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে নতুন বল! জানেন এর বৈশিষ্ট্য?

নতুন বলের নাম আল হিলম। যার অর্থ স্বপ্ন! এই বল পায়ে কারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে।

img

বিশ্বকাপের জন্য নতুন বল।

  2022-12-14 21:20:48

মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল মহাযুদ্ধ শেষের পথে। বাকি আর মাত্র চারটি ম্যাচ। বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এল ফিফা। বিশ্বকাপের গ্রুপ স্তর থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো খেলা হয়েছে আল রিহলা বলে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলা হবে আল হিলম বলে। আরবি ভাষায় আল রিহলার অর্থ যাত্রা আর আল হিলম শব্দের অর্থ স্বপ্ন। এই বল পায়ে কারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। এখন আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে এই বল মাঠে নামার অপেক্ষায়।

নয়া চমক-স্বপ্নের বল

প্রতিবার বিশ্বকাপের বল নিয়ে কিছু না কিছু কথা ওঠেই। এবার যেমন অনেক ফুটবলার দাবি করেছেন, আল রিহলা বলের জন্যই কাতার বিশ্বকাপে ফ্রি-কিক থেকে সেভাবে গোল হচ্ছে না। আল রিহলা বাতাসে ভেসে থাকলে অদ্ভুত আচরণ করছে। এমনই মত অনেক ফুটবলারের। তাই কী বল পরিবর্তন? তা নিয়ে অবশ্য কিছু জানায়নি ফিফা। নতুন এই বল আল হিল্‌মেও থাকছে আল রিহলার মতো অত্যাধুনিক প্রযুক্তি। অ্যাডিডাস সংস্থা এবার বলের ভিতরে রেখেছে সেন্সর ও বিশেষ ধরনের চিপ। ম্যাচের আগে প্রতিটা বলকে চার্জ দেওয়া হয়। এর ফলে বলের ভিতরে থাকা চিপ ও সেন্সর কাজ করে। ম্যাচের প্রতিটা মুহূর্তের আপটেড ট্র্যাক করে বল। আল হিলমেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে ম্যাচের প্রতি মুহূর্তের ট্র্যাক করতে সুবিধা হয় অফিসিয়ালদের। বল প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এটাকে কানেকটেড বল বলা হয়েছে। এরফলে ট্র্যাক অনেক দ্রুত করা যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। অফসাইড-এর ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গিয়েছে প্রায় প্রতিটি ম্যাচেই। ‘আল হিলম’ এবং ‘আল রিহালার’ মধ্যে বস্তুগত কোনও পার্থক্যই নেই। প্রযুক্তি থেকে বলের ডিজাইন, আকার- সব একই। তবে নতুন বলে ব্যবহৃত হচ্ছে কাতারি পতাকার রং। 

আরও পড়ুন: "তুমিই আমার কাছে সর্বকালের সেরা...", রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

রাজধানী দোহা সংলগ্ন মরু এলাকার সূক্ষ্ম ইঙ্গিত তুলে ধরা হয়েছে নতুন ‘আল হিলম’ বলে। অ্যাডিডাস জেনারেল ম্যানেজার নিক ক্রেইগ বলেছেন, “ক্রীড়া শক্তির আলোক বিচ্ছুরণের মাধ্যমে গোটা বিশ্বকে একত্রিত করার ঘটনাকে প্রতিনিধিত্ব করছে আল হিলম। এই খেলার প্রতি প্যাশনের জন্য দুনিয়ার লক্ষ লক্ষ সমর্থক প্রতিদিন ফুটবলের খোঁজ খবর রাখছে। ফুটবলের বৃহত্তম মঞ্চের শেষ পর্যায়ের লড়াইয়ে সমস্ত অংশগ্রহণকারী দলগুলির জন্য শুভকামনা রইল।” 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

FIFA World Cup 2022

fifa introduced new ball for semifinal-final

al hilm ball


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর