Hardik: অধিনায়ক হিসেবে যোগ্য নন,সতীর্থদের সঙ্গে ভালভাবে আচরণ করতে শিখুন, হার্দিককে উপদেশ ক্রিকেটপ্রেমীদের
গুজরাত টাইটািসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (ফাইল চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার কোনও দলের অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি আইপিএলে (IPL 2022) গুজরাত টাইটান্সের(gujrat titans নেতা তিনি। কিন্তু মাঠে সতীর্থদের একটু ভুল-ত্রুটি হলেই তাঁদের উপর চটে যাচ্ছেন হার্দিক। সিনিয়রদের সঙ্গে তাঁর আচরণের জন্য সোশ্যাল সাইটে সমালোচিত হচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
সানরাইজার্স হায়দরাবাদের(Sunrisers Hyderabad) কাছে হারের পরে এ বার বিতর্কের মুখে পড়েছেন তিনি। অভিযোগ, মাঠের মধ্যেই সতীর্থ মহম্মদ শামিকে (Mohammed Shami) কটূক্তি করেছেন তিনি। সেই কারণে হার্দিকের উপরে ক্ষুব্ধ গুজরাতের (Gujarat titans) সমর্থকরাই। দলের অধিনায়কের কাছে এই আচরণ মেনে নিতে পারছেন না তাঁরা।
@MdShami11 International wickets 378 across formats, 312 first class wickets, #HardikPandya International wickets 115, look at the attitude of this overrated lesser.
— peerzada masroor (@peerzadamasroor) April 12, 2022
Someone please teach him manners as well. @IPL @bhogleharsha @harbhajan_singh @YUVSTRONG12 @GautamGambhir pic.twitter.com/0ksrlkZ6sm
">