img

Follow us on

Sunday, Jan 19, 2025

World Cup Final: মোদি থেকে শাহরুখ, বিগ বি থেকে গম্ভীর, ভারতীয় দলের পাশে সকলেই দাঁড়ালেন

ICC CWC 2023: রাজনীতি থেকে বলিউড জগত, ভারতীয় দলের পাশে সকলে...

img

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পরাস্ত ভারতীয় দল (ফাইল ছবি)

  2023-11-20 13:55:08

মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০ ম্যাচে অপ্রতিরোধ্য ছিল ভারতীয় দল। তবে ছন্দপতন হল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (World Cup Final)। ফাইনালের দিন অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাস্ত হয়েছে ভারত। ১৪০ কোটি দেশবাসীর মন ভারাক্রান্ত। এই সময় ভারতীয় টিমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউডের তারকা এবং প্রাক্তন ক্রিকেটাররা।

প্রধানমন্ত্রীর ট্যুইট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সারা বিশ্বকাপ জুড়ে আপনারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চরম উদ্যমে আপনারা খেলেছেন (World Cup Final) এবং দেশকে গর্বিত করেছেন। আমরা আপনাদের পাশে আজকেও রয়েছি সব সময় থাকব।’’

গৌতম গম্ভীরের ট্যুইট

২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন গৌতম। মূলত তাঁর ওই ইনিংসের উপর ভিত্তি করেই জয় (World Cup Final) অনেকটা সহজ হয়ে যায় সেদিন। গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন,  ‘‘আমরা সবসময়ের জন্যই একটি চ্যাম্পিয়ান টিম।’’ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন গৌতম।

ভিভিএস লক্ষণের বার্তা

ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় (World Cup Final) ভিভিএস লক্ষণ এদিন এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘ফাইনালে হেরে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক কিন্তু মনে রাখতে হবে রোহিত এবং তাঁর ছেলেরা যেভাবে বিশ্বকাপে মাথা উঁচু করে খেলেছে তা স্মরণীয় হয়ে থাকবে।’’

ইরফান পাঠানের ট্যুইট

ইরফান পাঠান এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সারা বিশ্বকাপে এই একটি ম্যাচই খারাপ গেল আমাদের। আমার সম্মান এবং ভালোবাসা থাকবে টিমের প্রতি।’’

শাহরুখ খানের ট্যুইট

বলিউড বাদশা শাহরুখ খান এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সম্পূর্ণ টুর্নামেন্টে (World Cup Final) যে উদ্যমে খেলেছে আমাদের ছেলেরা তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’’

অমিতাভ বচ্চনের ট্যুইট

 অমিতাভ বচ্চন এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন ‘‘তোমাদের প্রতিভা এবং ক্ষমতা অসীম। শুধু একবার তাকিয়ে দেখো আগের দশটি ম্যাচে তোমরা কত প্রাক্তন চ্যাম্পিয়ন এবং বর্তমান উইনারকেও হারিয়েছ।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi stadium

Shah Rukh Khan

PM Modi

bangla news

Bengali news

Indian Cricket Team

Gautam Gambhir

World Cup Final

ICC tournament

VVS Laxman

Irfan Pathan