২৬ জুলাই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে ‘রেড লেটার ডে’।
বিরাট কোহলি
মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল ২৩ তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) । ২৬ জুলাই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে ‘রেড লেটার ডে’ (red letter day) । ১৯৯৯ সালের এই দিনে পাকিস্তান সেনাদের নিকেশ করে কার্গিলে জাতীয় পতাকা তুলেছিলেন জওয়ানরা (Indian Army)। ভারতের এই জয়লাভে এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পুরো দেশবাসী। এবার জওয়ানদের স্যালুট জানালেন ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল তাদের শুভেচ্ছা।
ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ট্যুইটে লিখেছেন, ‘আমরা ভারতীয় সেনাদের আত্মত্যাগ কখনও ভুলতে পারব না।‘
ভিরেন্দর সেহবাগ (Virender Sehwag), ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসের দিনে শহীদদের বলিদানের জন্য তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁরা ছিলেন বলেই আমরা আছি।‘
গৌতম গম্ভীর (Gautam Gambhir ) সাহসী যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন।
যেসব ভারতীয় সেনা দেশরক্ষায় আত্মবলিদান দিয়েছেন তাঁদের কাছে মাথা নত করে দীপা মালিক (Deepa Malik) শ্রদ্ধা জানিয়েছেন।
An unforgettable day in the history of our country that is very close to home! Bowing my head in reverence to all our soldiers for their unconditional sacrifices to protect the sovereignty of our nation on #Kargil Vijay Diwas today. pic.twitter.com/iyEWQFi10t
— Deepa Malik PLY (@DeepaAthlete) July 26, 2022
">
রাজ্যবর্ধন রাঠোর লিখেছেন “অদম্য সাহস আর বীরত্বের জন্যে শত্রু সেনাকে পরাজিত করেছে আমাদের বীর সেনারা। আজ এই ঐতিহাসিক দিবসে বীর সেনাদের স্মরণ করে তাঁদের কাছে ফুল অর্পণ করছি।“
अदम्य साहस व वीरता से शत्रु को पराजित करने वाले वीर सैनिकों को स्मरण करते हुए कारगिल विजय दिवस पर उन्हें पुष्पांजलि अर्पित करता हूँ।
— RajyavardhanRathore (@Ra_THORe) July 26, 2022
मातृभूमि की रक्षा एवं देश की अखंडता को अक्षुण्ण रखने के लिए आपके समर्पण के लिए कृतज्ञ राष्ट्र आपको नमन करता है।
भारत माता की जय#KargilVijayDiwas pic.twitter.com/x7B6tM55q9
">
ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন পিটি উষা (PT Usha)। এই কার্গিল বিজয়ে কার্গিল যুদ্ধের আমাদের বীরদের স্মরণ করছেন তিনি।
দেশ সুরক্ষার জন্য কার্গিল যোদ্ধাদের, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যুবরাজ সিং।