img

Follow us on

Saturday, Jan 18, 2025

Hardik Pandya: বিশ্বজয়ের নায়ক, আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হার্দিক

T20 World Cup 2024: নজির গড়ে টি-টোয়েন্টি বিশ্বজয়ের পর শীর্ষস্থানে হার্দিক

img

বিশ্বকাপে চুম্বন হার্দিক পান্ডিয়ার।

  2024-07-04 16:50:37

মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন, প্লেয়ার হিসেবেও রাখতে পারেননিন খুব একটা অবদান। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরতেই হার্দিক পান্ডিয়াকে পাওয়া যায় পুরনো ছন্দে। গোটা টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেন পান্ডিয়া। এমনকী ফাইনালে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হার্দিক।

হার্দিকই প্রথম (Hardik Pandya)

৩০ বছর বয়সি এই ক্রিকেটার সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন। এর ফলেই সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে পিছনে ফেলে ২২২ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ অলরাউন্ডারদের তালিকায় সিংহাসন দখল করেছেন হার্দিক। হার্দিকের আগে আর কোনও ভারতীয় ক্রিকেটার এই সাফল্য পাননি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স

বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হার্দিক (Hardik Pandya) তিন ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে ভারতকে ১৭৬ রান সফলভাবে রক্ষা করতে সহায়তা করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে হেনরিক ক্লাসেনেরে উইকেট হার্দিক না নিলে ভারতের বিশ্বজয় (T20 World Cup 2024) সম্ভব হত না। এছাড়া প্রবল চাপের মুহূর্তে শেষ ওভারে ১৬ রান ডিফেন্ট করে আরও ২টি উইকেট নেন হার্দিক। ফাইনাল ছাড়াও গ্রুপ এবং সুপার এইট পর্বে কার্যত প্রতি ম্যাচেই ব্যাটে-বলে অবদান রেখেছেন হার্দিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছিল তাঁকে। সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল। পরিস্থিতি আরও কঠিন হয়েছিল কারণ, প্লেয়ার হিসেবেও পারফর্ম করতে পারছিলেন না হার্দিক। কিন্তু বিশ্বকাপে ১৪৪ রান করেছেন করেছেন হার্দিক পান্ডিয়া। বেশির ভাগই ক্রাইসিস মোমেন্টে। স্ট্রাইক রেট ১৫০-এরও বেশি। পাশাপাশি টুর্নামেন্টে নিয়েছেন ১১টি উইকেটও। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Hardik Pandya

Madhyom

bangla news

ICC

T20 World Cup 2024

ICC Ranking

No One All Rounder


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর