দীর্ঘ ১০১৯ দিন পর বিরাট ব্যাটে এল শতরান।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে রাজার মত ফিরলেন বিরাট (Virat Kohli)। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। সমালোচকদের মুখ বন্ধ করে নিজের ছন্দে ফিরে এলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই সেঞ্চুরি আনতে বিরাট কোহলির সময় লেগে গেল ১০১৯ দিন! শেষ শতরান করেছিলেন ২০২০ সালের ২৩ নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই বিরাট অনুরাগীরা তাঁর ব্যাটে শতরান দেখার জন্য অপেক্ষায় বসেছিলেন।
অবশেষে বিরাট অনুরাগীদের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২তে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ১০০ রান করলেন বিরাট কোহলি। ফলে তাঁকে নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। বিরাট অনুরাগীদের মুখে এখন একটাই কথা, এবার হয়তো বিরাট সমালোচকরা তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। চলতি এশিয়া কাপে বিরাট কোহলি একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রান পাননি। এছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন।
তবে এদিন শুধু তিনি শতরানই করেননি, কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। সেই রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিলেন তিনি। এছাড়াও এদিন এক সেঞ্চুরিতে তিনি কী কী রেকর্ড গড়লেন, জেনে নিন।
আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় তম স্থানে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তবে গতকালের বিরাটের এই সেঞ্চুরি করায়, বর্তমানে দুজনেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন শুধু প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।
সবচেয়ে কম ইনিংসে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৫২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ৫২৩টি ইনিংসে ৭১টি সেঞ্চুরি করেন। ফলে এই ক্ষেত্রে বিরাট সচিনকেও ছাপিয়ে গিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তারকা ব্যাটার তাঁর ৫২২তম ইনিংসে এটি অর্জন করেছেন। তিনি সচিনের ৫৪৩ ইনিংসের রেকর্ড ছাড়িয়ে গেছেন।
সুরেশ রায়না, রোহিত এবং রাহুলের পর কোহলি এখন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি প্রতিটি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আবার রোহিত, রাহুল, রায়না, সূর্যকুমার যাদব এবং দীপক হুডার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১২২। এই রেকর্ড আগে ছিল রোহিত শর্মার। তিনি ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।
আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন ছাপিয়ে যান বিরাট।