img

Follow us on

Friday, Nov 22, 2024

Afghanistan Beats Pakistan: ইংল্যান্ডকে হারানোটা ‘অঘটন’ ছিল না, পাকিস্তান-বধ করে প্রমাণ করল আফগানিস্তান

ICC world Cup 2023: বিশ্ব ক্রিকেটে শক্তিশালী টিম হিসেবে দ্রুত উত্থান, আর ‘মিনোজ’ নয় আফগানিস্তান...

img

আফগানদের পাক-বধ...

  2023-10-24 14:11:49

মাধ্যম নিউজ ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোটা যে কোনও ‘ফ্লুক’ কিংবা ক্রিকেটীয় পরিভাষায় ‘আপসেট’ বা অঘটন ছিল না, সোমবার চেন্নাইয়ে পাকিস্তান-বধ করে তা প্রমাণ করল আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পর ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের দুরমুশ করলেন রশিদরা। বিশ্ব ক্রিকেটে শক্তিশালী টিম হিসেবে যে দ্রুত উত্থান হচ্ছে আফগানদের, এদিনের জয় তা দেখিয়ে দিল। ক্রিকেট বিশ্বকে আফগানিস্তানের বার্তা— তাদের যেন কেউ আর ‘মিনোজ’ বা ছোট দল ভাবার ভুল না করে। অন্যদিকে, পরপর তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করল পাকিস্তান।

ইতিহাস রচনা আফগানদের

এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। কিন্তু, এবার ভাগ্যের চাকা ঘুরে গেল। সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। কারণ, এই প্রথম, পাকিস্তানকে হারাল আফগানরা। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম করেন ৭৪ রান। আবদুল্লা করেন ৫৮ রান। এছাড়া, শাদব খান এবং ইফতিকার ৪০ রান করেন।

‘জায়ান্ট কিলার’ আফগানিস্তান

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। প্রথম উইকেটেই ১৩০ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনিং ব্যাটার গুরবাজ ও জাদরান। গুরবাজ করেন ৬৫। জাদরান করেন ৮৭। এর পর, রহমত শাহ (অপরাজিত ৭৭) এবং অধিনায়ক হসমতউল্লাহ (অপরাজিত ৪৮) এক ওভার বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন (Afghanistan Beats Pakistan)। আন্ডারডগ হিসেবে এবারের বিশ্বকাপ টুর্নামেন্ট তারা শুরু করলেও, এখন আফগানিস্তান পরিণত ‘জায়ান্ট কিলারে’। ম্যাচের পর ঠিক এই কথাটাই বললেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। তাঁর মতে, দুই দল যে ফর্মে রয়েছে, তাতে পাকিস্তান যদি আফগানিস্তানকে হারিয়ে দিত, সেটাই হতো অঘটন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Tags:

Madhyom

bangla news

Sports news

Afghanistan vs Pakistan

Babar Azam

rashid khan

ICC World Cup

news in bengali

Cricket World Cup 2023

icc cricket world cup

mens cricket world cup 2023

cwc23

afghanistan beats pakistan

pakistan vs afghanistan

pak v afg

gurbaz

ibrahim zadran


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর