img

Follow us on

Friday, Nov 22, 2024

ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

CWC23: বিশেষ ডুডলের মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেটের অভিনব প্রচার গুগলের...

img

ক্রিকেটের মহাযোদ্ধারা। (ছবি সৌজন্য-ট্যুইটার)

  2023-10-05 12:16:53

মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বেজে যাবে ‘বিশ্বযুদ্ধের’ দামামা (ICC World Cup)। শুরু হবে ১০ দেশের তীব্র লড়াই। তবে, এই লড়াই হবে ক্রিকেটের রণাঙ্গনে। লড়াই হবে ব্যাট ও বলের। লড়াই হবে বাইশ গজকে কেন্দ্র করে।

শুরু হল বিশ্বকাপের মহাযুদ্ধ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। এই বার প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এর আগে, এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। আহমেদাবাদে নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপের (CWC23) প্রথম লড়াই। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল — ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। বেশি বাউন্ডারি মেরে গতবারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। চার বছর পর বিশ্বকাপের আসরে ফের মুখোমুখি এই দুই দল নিউজিল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া।

আগামী ৪৫ দিনে ৪৮টি ম্যাচ

আজ থেকে শুরু করে ১৯ নভেম্বর অবধি চলবে এই মেগা টুর্নামেন্ট (ICC World Cup)। ৪৫ দিন ধরে ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচ হবে। বিশ্বকাপের (CWC23) লড়াইয়ে অংশ নিচ্ছে ১০টি দেশের মোট ১৫০ জন ক্রিকেটার। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এবারে বিশ্বকাপের আসর বসছে দেশের ১০টি শহরে। ভেন্যুগুলি হল— আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা ও পুণে।

গুগল ডুডলে বিশ্বকাপ

বিশ্বকাপকে (ICC World Cup) ঘিরে দেশবাসী এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। আর সেই উন্মাদনায় গা ভাসিয়েছে গুগল-ও। বিশ্বকাপ উপলক্ষে তারা প্রকাশ করেছে অভিনব ডুডল। এমনিতে, যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে গুগল অভিনব ব্যবস্থা নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুগলের অফিসিয়াল পেজে গেলেই এই ডুডল দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাবে দুটি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। এবং হাঁসগুলি দৌড়ে রান নিচ্ছে। আবার এই ডুডলে ক্লিক করেন, তাহলে সরাসরি টুর্নামেন্টের (CWC23) সূচিতে পৌঁছনো যাবে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Virat Kohli

bangla news

Indian Cricket Team

Team India

Sports news

Rohit Sharma

Google Doodle

ICC World Cup

news in bengali

icc cricket world cup

mens cricket world cup 2023

 cricket world cup 2023

cwc23

india icc world cup

india world cup 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর