India New Zealand: ফের ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের রি-প্লে! জটিল অঙ্ক পাকিস্তানের সামনে
কেন উইলিয়ামসনের ভাবনায় ভারত।
মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে কিউইরা। শনিবার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও রানরেটে অনেক পিছিয়ে পাকিস্তান। তাঁদের সেমিতে যেতে হলে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে হবে। যা কার্যত অসম্ভব, বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অতএব চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের শেষ চারে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, রাউন্ড রবিন লিগের শেষে শীর্ষে থাকা দল এবং চতুর্থ স্থানে থাকা দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল। সেই অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দু’দল ভারত এবং নিউ জিল্যান্ড। তাই কিউই অধিনায়ক উইলিয়ামসন বলেছেন, ‘‘আশা করি, আমরা দিন দুয়েক বিশ্রাম নিতে পারব। আমরা হয়তো ঘুরে বেড়াব। কী করব সত্যিই জানি না। সেমিফাইনালে আমাদের হয়তো বিশ্বকাপ আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে হবে। সন্দেহ নেই বেশ কঠিন হবে ম্যাচটা। বেশ চ্যালেঞ্জিং হবে। আমরা সামনে তাকাতে চাই। সত্যিই সেটা হলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব।’’
আরও পড়ুন: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি
বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছেন, এটা ধরে নিয়েই ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। বেঙ্গালুরুতে ম্যাচ-পরবর্তী সংবাদিক সম্মেলনে বোল্ট বলেছেন, ‘ওরা (ভারত) ইতিবাচক স্টাইলের ক্রিকেট খেলছে এবং আমি মনে করি, ওদের শট খেলার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পরিষ্কার ভাবে জানি, কী ভাবে সেই খেলাটি আমাদের মোকাবিলা করতে হবে। আমি মনে করি, অনেক উত্তেজনা এবং সেই চ্যালেঞ্জের সম্ভাবনা থাকবে … যেমনটা আমি বলেছি, দেড় কোটি মানুষের সামনে ভারতের মুখোমুখি হওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না। হ্যাঁ, এটা খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।