img

Follow us on

Sunday, Jan 19, 2025

Hardik Pandya: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

ICC World Cup 2023: বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক, চোট সারতে অন্তত দুই সপ্তাহ লাগবে

img

হার্দিক পান্ডিয়া।

  2023-10-27 10:16:51

মাধ্যম নিউজ ডেস্ক: ফুল মার্কস নিয়েই বিশ্বকাপে এগোচ্ছে ভারত (ICC World Cup 2023)। ৫ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে নিয়ে আপাতত সেমিফাইনাল নিশ্চিত রোহিতদের। তবে এর মধ্যেও চিন্তা পিছু ছাড়ছে না। চোট-আঘাত লেগেই রয়েছে দলে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভাবা হয়েছিল ইংল্যান্ড ম্যাচে ফিরবেন হার্দিক। বিসিসিআই সূত্রে খবর, হার্দিকের (Hardik Pandya) লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ফলে কবে তিনি বাইশ গজে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

লিগামেন্টে চোট

রবিবার ভারতের পরবর্তী ম্যাচ। লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। প্রথমে জানা গিয়েছিল, গোড়ালিতে সামান্য চোট পেয়েছেন হার্দিক। কিন্তু পরে জানা যাচ্ছে, হার্দিকের চোট গুরুতর। তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। তাই গ্রুপ পর্বের ম্যাচ তো বটেই গোটা বিশ্বকাপটাই যেতে পারে ভারতীয় অলরাউন্ডারের। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা। হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে মাঠে নামতে দেওয়া হবে না, বলেই খবর।

অনিশ্চিত হার্দিক

গত বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে গিয়েছিলেন তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লেগেছিল ভারতীয় অলরাউন্ডারের। 

আরও পড়ুন: ‘‘২০৩৬ অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারত’’, জাতীয় গেমসের উদ্বোধনে ঘোষণা প্রধানমন্ত্রীর

বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া নিতিন প্যাটেলের অধীনে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে তাঁর চোটটি যেমন মনে হয়েছিল, তার থেকে এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তাঁর একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে দু’সপ্তাহ লাগবে। মেডিকেল টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। এখনই তাঁর বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহ অবধি হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম। তারপর হার্দিকের শারীরিক অবস্থা দেখে বাকি টুর্নামেন্টে তাঁর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Hardik Pandya

Madhyom

BCCI

bangla news

Team India

ICC World Cup

ICC World Cup 2023