img

Follow us on

Friday, Nov 22, 2024

ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ডের লক্ষ্যে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে-ও

img

শুভমন গিল।

  2023-02-07 22:32:40

মাধ্যম নিউজ ডেস্ক: সেরার দৌড়ে শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেটে সুদিন। আইসিসির গত জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড (ICC Player of the Month Award) কার ঝুলিতে উঠবে তা এখনও জানা যায়নি। কিন্তু যে তিনজন দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে ২ জনই ভারতের। টানা দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিল (Subhman Gill) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠেছে এই তালিকায়। ক্রম তালিকায় তৃতীয় জন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে। 

শুভমনের চোখ ধাঁধানো ইনিংস

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমন গিলের। সিরিজের প্রথম ২ ম্যাচে রান না পেলও রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন গিল। কিন্তু হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানে ইনিংস গড়ে বহু রেকর্ড ভাঙেন তিনি। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন গিল। এর পরের ২ ম্যাচে গিল যথাক্রমে ৪০ অপরাজিত ও ১১২ রানের ইনিংস খেলেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই দুই মাসে তাঁর পারফরম্যান্স তাঁকে সকলের নজরে আনে। জানুয়ারি মাসে এই পাঞ্জাবি ক্রিকেটার ১১ ম্যাচে মোট ৬৪৩ রান করেছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

সিরাজের সেরা স্পেল

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা। বুমরার অনুপস্থিতিতেও ভারতকে বল হাতে একের পর এক সিরিজ জিতিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মহম্মদ সিরাজ প্রতিদিনই নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সিরাজ। জানুয়ারিতে মোট ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অবিশ্বাস্য স্পেল ৬-১-১০-১। 

অন্যদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে চলতি বছর শুরু করেছিলেন তিনটি শতরান ও ২টো অর্ধশতরান দিয়ে। মোট ৯ ম্যাচে ৪৯৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Shubman Gill

ICC

Mohammed Siraj

icc player of the month


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর