img

Follow us on

Saturday, Jan 18, 2025

ICC Ranking: আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে বুমরা, ব্যাটারদের তালিকায় দুইয়ে যশস্বী

Jasprit Bumrah: আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ফের দাপট ভারতীয়দের! একে বুমরা, দুইয়ে যশস্বী, সাফল্য কোহলিরও

img

যশস্বীর শতরান, বুমরার ভেলকি। আইসিসি ক্রম তালিকায় দাপট ভারতীয়দের। ছবি: ট্যুইটার

  2024-11-28 12:17:06

মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটা টেস্টে বড় জয়েই বদলে গেল ছবিটা। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) ফের দাপট ভারতীয়দের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬১ রানের ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছেন যশস্বী। তারই ফলস্বরূপ আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর টেস্ট বোলার আবার যশপ্রীত বুমরা। আর এখনও পর্যন্ত জীবনের সেরা স্থান, টেস্ট ব্যাটারদের তালিকায় দুই নম্বরে যশস্বী জয়সওয়াল।

সিংহাসনে বুমরা

প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল হাতেও অস্ট্রেলীয় ব্যাটারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন বুমরা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে একাই আয়োজকদের ইনিংসে ধস নামিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন। তাঁর এই সাফল্য স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে টপকে আবার শীর্ষে চলে এলেন বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রাবাডার সংগ্রহ ৮৭২ রেটিং পয়েন্ট। ক্রমতালিকায় তৃতীয় স্থানে নেমে যাওয়া হ্যাজেলউডের রেটিং পয়েন্ট ৮৬০। রবিচন্দ্রন অশ্বিন ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। বুমরা এবং অশ্বিন ছাড়াও টেস্ট বোলারদের তালিকার প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আর এক ভারতীয়। এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৪।

যশস্বীর যাদু

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। দু’ধাপ এগিয়ে ২২ বছরের ওপেনার এখন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫।  সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির যোগ্য উত্তরসূরি। ভয়ডরহীন ক্রিকেট, ব্যাটিং দক্ষতায় সচিন-বিরাটের পথেই হাঁটছে তরুণ বাঁহাতি ওপেনার। এমনই দাবি ভারতের প্রাক্তন হেডকোচে গ্রেগ চ্যাপেলের। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর সংগ্রহ ৯০৩ রেটিং পয়েন্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ঋষভ পন্থও। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে পন্থ। 

আরও পড়ুন: ‘প্রজ্ঞান’-এর চেয়ে ১২ গুণ ভারী হবে চন্দ্রযান ৪-এর রোভার! জানাল ইসরো, আর কী কী পরিবর্তন?

পারথে বিরাট ইনিংস

পারথে অনবদ্য সেঞ্চুরির সুবাদে এক লাফে অনেকটা উঠে এসেছেন বিরাট কোহলিও। নিউজিল্যান্ড সিরিজে খারাপ পারফরম্যান্সের জেরে দীর্ঘদিন বাদে প্রথম কুড়ি থেকে ছিটকে ২২ নম্বরে নেমে গিয়েছিলেন বিরাট। পারথে সেঞ্চুরি করে একধাক্কায় ৯ ধাপ উপরে উঠে ১৩ নম্বরে জায়গা পেয়েছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম দু’টি স্থান আগের মতোই রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনের দখলে। এক ধাপ এগিয়ে সাত নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Virat Kohli

bangla news

Jasprit Bumrah

test cricket

Yashasvi Jaiswal

ICC Ranking


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর