img

Follow us on

Tuesday, Jul 02, 2024

IND-W Vs AUS-W: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিতে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

সবচেয়ে কঠিন হার্ডল! টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তিনবার মুখোমুখি সাক্ষাতে তিনবারই জিতেছে অজিরা...

img

লড়াইয়ের প্রস্তুতি।

  2023-02-23 13:12:25

মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের সামনে অস্ট্রেলিয়া। ইতিহাস অজিদের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তিনবার মুখোমুখি সাক্ষাতে তিনবারই জিতেছে অস্ট্রেলিয়া। সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ রিচাদের সামনে।

পালা বদলের লড়াই

ছোটদের পর এবার বড়দের পালা। কিছুদিন আগেই প্রথমবার মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব দেশে এনেছিলেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। এ বার রিচাদের সামনে সিনিয়র মেয়েদের টিমকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার লড়াই। টুর্নামেন্টে সম্ভবত সবচেয়ে কঠিন হার্ডল টপকাতে পারলেই কাপ জয়ের দোড়গোড়ায় পৌঁছে যাবে হরমনপ্রীতরা। প্রতিপক্ষ পাঁচবারের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। গতবার এই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেই তীরে এসে তরী ডোবে হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানির। তবে এবার পালা বদলের লক্ষ্যে টিম ইন্ডিয়া। ভারতের সেরা বাজি শিলিগুড়ির মেয়ে রিচার কথায়,'যাই ঘটুক, ওরা আক্রমণাত্মক মেজাজে খেলা থেকে সরে না। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটাক করে। আমাদের টিমেও এমন ব্যাটার আছে, যারা আক্রমণাত্মক খেলতে পারে। আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি। এমন নয় যে আমরা ওদের হারাতে পারি না বা পারব না। আমরা দেশের মাটিতে গত সিরিজেই ওদের হারিয়েছি। এর আগেও আমরা ওদের হারিয়েছি। তবে এটা সত্যি যে ওরা শক্তিশালী দল। কিন্তু আমরা ওদের হারাতেই পারি।'

আরও পড়ুন: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

ম্যাচ-এর সময়

কোথায় ম্যাচ?

নিউল্যান্ডস স্টেডিয়াম, কেপ টাউনে ম্যাচ আয়োজিত হবে।

কখন শুরু ম্যাচ?

ম্যাচ শুরু সন্ধে ৬.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ৬টায়।

কোথায় দেখা যাবে খেলা?

ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, জেমাইমা রডরিগজ, অঞ্জলি সারভানি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শেফালি ভার্মা, রাধা যাদব, রিচা ঘোষ, শিখা পাণ্ডে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Women's cricket

Semi Final

IND vs AUS

ICC T20 World Cup Women

India vs Austrelia

Live Streaming


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর