img

Follow us on

Sunday, Jan 19, 2025

Virat Kohli: ‘কোনওদিন ভাবিনি এত সেঞ্চুরি করব!’ আবেগাপ্লুত বিরাট

ICC World Cup 2023: "সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামি", দাবি কোহলির

img

বিরাট কোহলি।

  2023-11-01 13:42:06

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট জীবনে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। একদিকে, ঘরের মাঠে দ্বিতীয়বার বিশ্বকাপ (ICC World Cup 2023) জেতার সুযোগ তাঁর সামনে। এবারের ভারতীয় দলের তিনি অন্যতম সদস্য যিনি ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ব্যক্তিগত রেকর্ড উজ্জ্বল করারও হাতছানি বিরাটের সামনে। একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ৪৯তম শতরান আর সুরক্ষিত নয়। ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। যাঁর ঝুলিতে ৪৮টি সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন তিনি। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, শচীনের ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা বিরাটের কাছে শুধু সময়ের অপেক্ষা। 

কী বললেন কোহলি

আগামী কাল ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। স্বাভাবিকভাবেই এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কোহলি (Virat Kohli)। তাঁর ব্যাটে ৪৯তম শতরানের প্রহর গুনছেন সমর্থকরা। তাহলে শচীনের সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ হবে। যা নিয়ে বেশ রোমাঞ্চিত কোহলি নিজেও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সত্যি বলতে কী আমি কখনও ভাবিনি এত সেঞ্চুরি করতে পারব। কেরিয়ারে আমি যা যা অর্জন করেছি, তাতে খুশি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি সব সময়ই স্বপ্ন দেখতে ভালোবাসি। তবে সেগুলি যেভাবে বাস্তবায়িত হবে, তা আমার চিন্তাভাবনার মধ্যে ছিল না। কখনওই ভাবিনি, এতবছর ধরে খেলব, এত রান করব। তবে সব সময় আমার লক্ষ্য ছিল, মাঠে নেমে সেরাটা দেওয়ার। প্রথম যেদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলাম, তখনও একই লক্ষ্য ছিল। আজও তা বদলায়নি। আমার কাছে দলের স্বার্থটাই সবার আগে। কখনও এই ব্যাপারে আপোস করিনি।’

আরও পড়ুন: ইডেনে অমিত শাহ! কোহলির জন্মদিনে কেক, মুখোশ বাদ, কী ভাবছে সিএবি?

ফিল্ডিংয়েও সেরা

কেরিয়ারের শেষ লগ্নে বিরাট (Virat Kohli) কিন্তু দুরন্ত ফর্মে। শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও তিনি দলের মধ্যে সেরা। এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েছি। বদল আনতে হয়েছে জীবনযাত্রায়। তার সুফলও পেয়েছি। না হলে নিজেকে এই পর্যায়ে তুলে আনা সম্ভব হত না।’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

 

 

Tags:

Madhyom

Sachin Tendulkar

Virat Kohli

bangla news

ODI World Cup

ICC World Cup

ICC World Cup 2023

CWC 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর