ICC CWC 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম একাদেশ একাধিক পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া...
ভারতীয় দলের অনুশীলন (ছবি-সংগৃহীত)
মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ICC CWC 2023) অপ্রতিরোধ্য রোহিত শর্মার ভারত। এখনও পর্যন্ত গ্রুপ পর্যায়ের ৮টি ম্যাচ খেলে ৮টিতেই জয়ী টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের জায়গা পাকা করেছে মেন ইন ব্লু। আজ, দীপাবলির দুপুরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ (India Vs Netherlands) খেলতে নামছেন রোহিতরা।
একদিকে, জয়ের ধারা অব্যাহত রাখার দিকেও যেমন নজর থাকবে ভারতের, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হলো সেমিফাইনালের আগে দলের সতেজ থাকা। যে কারণে, আজ বেঙ্গালুরুতে ডাচদের (India Vs Netherlands) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হয়ত একাধিক বদল করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্তত এমনই একটা ইঙ্গিত গতকালই দিয়ে রেখেছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।
ভারতীয় শিবির সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহা-গুরুত্বপূর্ণ সেমিফাইনালের (ICC CWC 2023) আগে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া যেতে পারে। যা জানা যাচ্ছে, এদিনের ম্যাচে (India Vs Netherlands) তিনটি বদল হতে পারে। বিশ্রাম দেওয়া যেতে পারে শুভমান গিল, রবীন্দ্র জাডেজা ও জসপ্রিত বুমরাকে। সেই জায়গায় বেঞ্চের কিছু ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে পারেন রোহিতরা। প্রথম একাদশে আসতে পারেন ঈষাণ কিসান, শার্দূল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিন।
রোহিত শর্মা (অভিনায়ক), ঈষাণ কিসান, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
আজ বিশ্বকাপের (ICC CWC 2023) শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ম্যাচটি (India Vs Netherlands) হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ টস হবে। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।