India vs New Zealand: রোহিতের ঘোড়া ছুটছে! পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত
বিরাট-আবেগে ভাসলেন নাড্ডা-অনুরাগ, সুখবিন্দর সিং সুখু।
মাধ্যম নিউজ ডেস্ক: অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে টিম ইন্ডিয়া। পর পর পাঁচটি ম্যাচে জয়। সেই সুবাদে বিশ্বকাপের (ICC World Cup) সেমি ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত লিগ পর্বের লড়াইয়ে ভারতকে টেক্কা দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু রবিবার কিউইদের ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও উস্কে দিল। রাজনীতি ভুলে এদিন পাশাপাশি বসে খেলা দেখলেন নেতারা। গ্যালারিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখলেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
ক্রিকেট উৎসবের রঙে মিশল রাজনীতির রঙ। একই দলের হয়ে গলা ফাটালেন নাড্ডা, অনুরাগ, সুখবিন্দর। রবিবার বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। লিগ টেবিলে শীর্ষে ওঠার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Congratulations to the Indian cricket team on their splendid victory against New Zealand! It was a splendid team effort where everybody contributed. The dedication and skill on the field was exemplary.
— Narendra Modi (@narendramodi) October 22, 2023
দুর্দান্ত কামব্যাক হল মহম্মদ সামির। একাই নিলেন ৫ উইকেট। যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেমন স্বস্তির, তেমনি অস্বস্তিরও বটে। এতদিন স্পেশালিস্ট পেসার হিসাবে প্রথম একাদশে বুমরাহ এবং মহাহদ সিরাজ কে ভাবা হচ্ছিল। কিন্তু সমি বুঝিয়ে দিলে পুরনো চল ভাতে বাড়ে। দলকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।
Huge congratulations to #TeamIndia on their stunning 5th consecutive win in #CWC2023! 🇮🇳 @MdShami11's 5-wicket haul, @imVkohli's and @imjadeja’s brilliant batting anchored the victory. Let's maintain this winning momentum and march ahead! @BCCI pic.twitter.com/xwYGiFneAG
— Jay Shah (@JayShah) October 22, 2023
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। মিচেল একাই করেন ১৩০ রান। রচিন রবীন্দ্র ৭৫ রানে আউট হন। জবাবে ভারত ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের করি জোগাড় করে নেয়। অধিনায়ক রোহিত শর্মা ৪৬ ও শুভমান গিল ২৬ রানে আউট হন। তবে বিরাট কোহলি আরও এক ঝলমলে ইনিংস উপহার দিলেন শৈল শহরে। ১০৪ বলে তাঁর সংগ্রহ ৯৫রান। শ্রেয়াস আইয়ার ৩৩ ও লোকেশ রাহুল ২৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে জাদেজার অনবদ্য ব্যাটিং ভারতকে সহজে লক্ষ্যে পৌঁছে দেয়। ৩৯ রানে অপারোজিত থাকেন জাদ্দু।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।