img

Follow us on

Saturday, Jan 18, 2025

ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

BAN vs NZ: ম্যাচ শেষে সোজা হাসপাতালে শাকিব, আজ এক্স-রে করাবেন উইলিয়ামসন 

img

বাংলাদেশের বিরুদ্ধে জিতে শীর্ষে নিউজিল্যান্ড।

  2023-10-14 10:41:28

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। তবে এদিন ম্যাচে চোট পেয়ে বসেন দু'দলের অধিনায়ক। শুক্রবার চেন্নাইয়ে চিপকে ব্যাট করার সময় শাকিব আল হাসানকে অস্বস্তিতে দেখায়। তাঁর পেশিতে টান ধরে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে বল হাতে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন।  কিন্তু ম্যাচ শেষ হতেই মাঠ ছাড়েন তিনি। সোজা হাসপাতালে যান শাকিব। আজ, শনিবার চকিৎসকের পরামর্শ নেবেন কেন উইলিয়ামসনও।

দুরন্ত কিউইদের সামনে দিশেহারা টাইগাররা

চলতি বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপরা এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জয়ের হ্যাটট্রিকও করল এদিন। টস হেরে শুক্রবার শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা। মুশফিকুর রহিম ৬৬, শাকিব আল হাসান ৪০, মেহেদি হাসান মিরাজ ৩০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪১ রান করেন। ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৮ রান করে অবসৃত হন কেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে ৪৫ ও ডারিল মিচেল অপরাজিত ৮৯ রান করেন।

আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

কেমন আছেন কেন  উইলিয়ামসন

আইপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে সাত মাস মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও চোট সারিয়ে সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচে এদিনই প্রথম খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে এদিনও ফের চোট পেলেন তিনি। ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, "আঙুলে লেগেছে। কিছুটা ফুলেছে। কাল স্ক্যান করাব, তবে আশা করি সমস্যা হবে না।" 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Cricket

bangla news

Shakib Al Hasan

world cup 2023

Injury

BAN vs NZ

Kane Williamson


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর