Rachin Ravindra: ওয়াংখেড়েতে হাউসফুল গ্যালারির সামনে ভারতকে টক্কর দিতে প্রস্তুত রাচিন
রাচিন রবীন্দ্র।
মাধ্যম নিউজ ডেস্ক: শচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নামকরণ করেননি, বলে জানালেন নিউ জিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি। এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র। নিউ জিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পিছনে এই ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের ভূমিকা অনস্বীকার্য।
রাচিনের বাবা রবি ক্রিকেট খেলার মারাত্মক ভক্ত ছিলেন। শোনা যায়, ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় (রা) এবং সচিন তেন্ডুলকরের (চিন) নাম মিলিয়ে তিনি ছেলের নাম রাচিন করেছিলেন। তবে সম্প্রতি রাচিনের বাবা এই দাবি একেবারে খারিজ করে দেন। রবি বলেছেন, ‘‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী এই নামটা প্রস্তাব করেছিলেন। আমরা ছেলের নাম নিয়ে খুব বেশি আলোচনা করিনি। আমার নামটা শুনতে বেশ ভালই লেগেছিল। ছোট এবং উচ্চারণ করা সহজ। তাই আমরা রাচিন নামটাই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়েক বছর পর আমরা বুঝতে পেরেছিলাম সচিন এবং দ্রাবিড়ের নামের কয়েকটা অক্ষর আমাদের ছেলের নামে রয়েছে এবং সে অক্ষরগুলো দিয়েই নামটা হয়েছে। আমরা ইচ্ছাকৃত ভাবে দুই ক্রিকেটারের সঙ্গে মিলিয়ে নাম ঠিক করিনি। এটা কাকতালীয়।’’
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা
নামকরণ যে ভাবেই হয়ে থাক, ক্রিকেট বিশ্বে রাচিন এখন পরিচিত নাম। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন। লিগ পর্বে তিনটি শতরান-সহ ৫৬৫ রান এসেছে বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। কিউই ব্যাটিং সেনসেশন রাচিন নিউজিল্যান্ড ক্রিকেটকে বলেছেন,‘ভারতের বিরুদ্ধে হাউসফুল গ্যালারির সামনে খেলার স্বপ্ন কে না দেখে। ওয়াংখেড়েতে ওরা অপরাজিত। ওই মাঠের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব।’ রাচিনের কথায়, ‘আমরা জানি ক্রিকেটে প্রতিটা ম্যাচই যে আমরা জিতব, সেটা হতে পারে না। কিছু জয়, কিছু হার তো থাকবেই। এ বার দেখার ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে কী হয়।’ তাঁর কথায়, 'ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। এটা আমার স্বপ্ন।'
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।