img

Follow us on

Friday, Nov 22, 2024

Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! "টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে", তোপ শাকিবের

ICC ODI World Cup 2023: বিসিবির প্রস্তাবে পরের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় বিশ্বকাপের স্কোয়াডে নেই তামিম

img

শাকিব আল হাসান।

  2023-09-28 14:41:20

মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ লেগে গেল বাংলাদেশ ক্রিকেট দলে। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) দলে সুযোগ না পেয়ে ভিডিও পোস্ট করে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা তাঁকে নীচের দিকে ব্যাট করার প্রস্তাব দেন। যা তাঁর মনঃপুত হয়নি। এই প্রসঙ্গ টেনে অধিনায়ক শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, "তামিম বাচ্চাদের মতো আচরণ করছে। যিনি ওকে এই কথা বলেছেন, তিনি নিশ্চয়ই দলের স্বার্থ ভেবেই বলেছেন। এতে অন্যায় কিছু দেখতে পাচ্ছি না। সব ধরনের কন্বিনেশন ঠিক রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োগ করা যেতে পারে।"

দলের স্বার্থটাই সবার আগে

তামিমকে পরের দিকে ব্যাট করতে নামার প্রস্তাব প্রসঙ্গে শাকিব বলেন,"এর মধ্যে আমি কোনও ভুল কিছু দেখতে পাইনি। কারণ, দলের স্বার্থটাই সবার আগে। রোহিত শর্মাও তো আগে সাত নম্বরে ব্যাট করত। পরে ওপেনার হিসেবে দশ হাজার রান করেছে। তাই কে কোন পজিশনে ব্যাট করে ক’টা শতরান করেছে, সেটা মুখ্য বিষয় নয়। আসল কথা হল, দল কী চাইছে সেটা দেখতে হবে। তাই তামিমের অভিযোগের কোনও সারবত্তা নেই। ওকে বুঝতে হবে, আমরা দেশের হয়ে খেলছি। ব্যক্তির থেকে দেশের স্বার্থটা বড়।"

বাংলাদেশ শিবিরে অসন্তোষের মেঘ 

বুধবার রাতেই ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। তবে তার আগে বিশ্বকাপের (Shakib Al Hasan) চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা নিয়ে ঢাকায় একপ্রস্থ নাটক হয়। বিসিবি চেয়ারম্যানের সঙ্গে প্রথমে দেখা করেন শাকিব। তারপর ডাকা হয় তামিমকে। পরে জানা যায়, বিসিবির প্রস্তাবে পরের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় তামিমকে স্কোয়াডেই রাখা হয়নি। সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কিন্তু তামিম চুপ থাকেনি। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা সামনে আনার চেষ্টা করেন। যার ফলে বাংলাদেশ শিবিরে হঠাৎই অসন্তোষের মেঘ দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশ শিবির অনেক দিন ধরেই দুই গোষ্ঠীতে বিভাজিত। একদিকে, তামিম ও অন্যদিকে সাকিব। দু’জনের মধ্যে কথা পর্যন্ত হয় না বলে দাবি করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তা নিয়ে শাকিব ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বিসিবি সভাপতির এই মন্তব্য করা ঠিক হয়নি। ঘরের কথা কি কেউ বাইরে বলে?’ 

আরও পড়ুন: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

শাকিবের অবসর প্রসঙ্গ

তামিমের সঙ্গে লড়াইয়ে আপাতত জিতলেও, শাকিব ভালোই জানেন এভাবে বেশিদিন সংসার করা যাবে না। তাই তিনি বিশ্বকাপ অভিযানের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পূর্বাভাসও দিলেন। এবছরেই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন শাকিব। আর সীমিত ওভারের ক্রিকেটে তিনি ডেট লাইন ফিক্সড করেছেন ২০২৫ পর্যন্ত। তবে বিশ্বকাপে বাংলাদেশ খারাপ পারফর্ম করলে, শাকিবের অবসরের ডেটলাইন এগিয়ে আসবে না, কে-ই বা বলতে পারে।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

Tags:

Madhyom

bangla news

Bangladesh Cricket

Shakib Al Hasan

ICC ODI World Cup 2023

Tamim Iqbal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর