img

Follow us on

Saturday, Jan 18, 2025

ICC ODI Rankings: জোড়া ধাক্কা পাকিস্তানকে! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর-শাহিনকে পিছনে ফেলে শীর্ষে গিল, সিরাজ

ICC World Cup 2023: বিশ্বকাপে ভাল খেলার ফল পেলেন গিল ও সিরাজ 

img

মহম্মদ সিরাজ ও শুভমন গিল।

  2023-11-08 19:28:13

মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে সিংহাসন দখল করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বুধবার প্রকাশিত নতুন তালিকায় শুভমনের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভাল খেলেছেন শুভমন। তাই তাঁর পয়েন্ট বেড়েছে। কিন্তু চলতি বিশ্বকাপে সে ভাবে চলেনি বাবরের ব্যাট। সেই কারণেই বাবরকে টপকে গিয়েছেন শুভমন। ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক।

শীর্ষে শুভমন

ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছলেন শুভমন। এর আগে অতীতে পুরুষদের আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন শুভমন গিল। শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত সপ্তাহে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় চারে রয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ৬ নম্বরে।

সেরা  সিরাজ

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের মহম্মদ সিরাজ। গত সপ্তাহেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে গিয়েছিলেন শাহিন। প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়েন তিনি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) এক ইনিংসে সব থেকে বেশি রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে। অন্য দিকে মুম্বই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বেড়েছে সিরাজের। ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান! ইডেনে কোন অঙ্কে মুখোমুখি রোহিত-বাবররা?

ব্যাটার-বোলারদের আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন হলেও অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৩২৭। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Shubman Gill

Mohammed Siraj

ICC World Cup

ICC World Cup 2023

ICC ODI rankings


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর