India Vs New Zealand: কোহলি-সহ ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! শামি-ম্যাজিকে দিশেহারা নিউজিল্যান্ড
বিরাটের শতরান। শামির সাত উইকেট, ফাইনালে ভারত।
মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে স্বস্তি। ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। ২০১১ সালের পর ২০২৩ সালে ফাইনাল খেলবে ভারত। ১২ বছর আগে যে মাঠে ট্রফি জিতেছিল ধোনির ভারত, সেখানেই ফাইনালের টিকিট নিশ্চিত করল রোহিত ব্রিগেড। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার শুরু করেছিলেন, শেষটা করলেন মহম্মদ শামি। প্রথমে ব্যাট করতে নেমে এদিন সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। তাদের ব্যাটে ভর করে ভারত করে ৩৯৭ রান। ম্যাচের একটা সময় নিউজিল্যান্ড সেই রান ভালই তাড়া করছিল। একা হাতে তা রুখে দিলেন শামি। একাই নিলেন ৭টা উইকেট। ৭ বল বাকি থাকতে ৭০ রানে জিতল টিম ইন্ডিয়া। ৩২৭ রানে গুটিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা।
𝗢𝗻𝗲 𝘀𝘁𝗲𝗽 𝗰𝗹𝗼𝘀𝗲𝗿! 🏆#TeamIndia 🇮🇳 march into the FINAL of #CWC23 🥳#MenInBlue | #INDvNZ pic.twitter.com/OV1Omv4JjI
— BCCI (@BCCI) November 15, 2023
কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর ইতিহাসের হাতছানি রোহিতের সামনে। শেষবার নিউজিল্যান্ডের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। চার বছর আগের বদলা নিল ভারত। একই সঙ্গে দশে দশ। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির গড়ল রোহিতরা। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রোহিতদের সামনে। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। বিরাট ও শ্রেয়সের শতরানে ভর করে রানের পাহাড় গড়ে ভারত।
Congratulations to Team India!
— Narendra Modi (@narendramodi) November 15, 2023
India puts up a superlative performance and enters the Finals in remarkable style.
Fantastic batting and good bowling sealed the match for our team.
Best wishes for the Finals!
রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৩০ রানে প্রথম আউট ডেভন কনওয়ে। তিনি ১৩ রান করে ফেরেন। শামির বলে আউট হন তিনি। এরপর ফেরেন রাচিন রবীন্দ্র। তিনিও করেন ১৩ রান। ইনিংসের হাল ধরেন ড্যারিল মিশেল ও কেন উইলিয়ামসন। এই জুটি করে ১৮১ রান। এটাই অনেকটা এগিয়ে দেয় কিউইদের। এই জুটিকে ভাঙেন শামি। তিনি ফেরান কেন উইলিয়ামসনকে। এই দুটো ঘণ্টা যেন উৎকণ্ঠার প্রহর গিয়েছে ভারতবাসীর মধ্যে। ভারতক ম্যাচে ফেরান শামি। বল হাতে বাংলার পেসার নেন সাতটা উইকেট। একটা করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। ম্যাচের সেরা হন মহম্মদ শামি।
What a sensational performance by #TeamIndia in the #CWC2023! The road to the finals has been nothing short of spectacular, and our boys have truly shone on the grand stage. 💙
— Jay Shah (@JayShah) November 15, 2023
Captain @ImRo45 and @ShubmanGill set the perfect foundation, and the legendary @imVkohli notched up… pic.twitter.com/wWsFHaSilT
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।