img

Follow us on

Wednesday, Oct 30, 2024

ICC World Cup 2023: সেমিফাইনালের আগে অনুশীলনের ধরন বদলালেন বিরাট! কিসের প্রস্তুতি?

Virat Kohli: বিরাটের ভাবনায় নিউজিল্যান্ড! কিউই-বধে সতর্ক ভারত

img

অনুশীলনে বিরাট কোহলি।

  2023-11-11 11:34:15

মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালের কথা ভেবে বিশেষ প্রস্তুতি শুরু করে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রবিবার, কালীপুজোর দিন বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ভারত। সেই ম্যাচকে খুব একটা গুরুত্ব না দিলেও রোহিতদের লক্ষ্য সেমিফাইনাল।  তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার অনুশীলন সারল মেন ইন ব্লু। দীপাবলীর আলোর সাজেও ফুটে উঠল বিশ্বকাপের ছবি।

বিশেষ অনুশীলন

শুক্রবার বেঙ্গালুরুতে ভারতীয় দলের অনুশীলনে কোহলিকে বেশ কিছু ক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। তার মধ্যে অনেকটা সময় রবীন্দ্র জাডেজার বল সামলেছেন তিনি। পরে শার্দূল ঠাকুরকে নির্দেশ দেন, তাঁকে খাটো লেংথে বল করতে। নিউ জিল্যান্ডের জোরে বোলার লকি ফার্গুসনের কথা মাথায় রেখেই সম্ভবত শার্দূলকে নির্দেশ দেন কোহলি। এ দিন বাধ্যতামূলক ছিল না অনুশীলন। তবে কোহলি প্রস্তুতিতে ফাঁক রাখলেন না। 

প্রতিপক্ষ নিউজিল্যান্ড!

অবিশ্বাস্য কিছু না হলে, শেষ চারে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে কিউয়িদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল কোহলির ভারতকে। এবার সেই ম্যাচেরই বদলা নিতে প্রস্তুত বিরাট। তাই শুক্রবার বাধ্যতামূলক না হলেও রোহিতেরা সকলেই এসেছিলেন অনুশীলনে। শুধু দেখা যায়নি ঈশান কিশনকে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করল আইসিসি! কেন এই পদক্ষেপ?

চলতি বিশ্বকাপে ধরমশালায় কিউইদের বিরুদ্ধে ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১২ বল বাকি থাকতে জিতেছিল ৪ উইকেটে। বিরাট কোহলি আটটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০৪ বলে ৯৫ রান করেছিলেন। এবার আইসিসি ইভেন্টে নক-আউট পর্বে বড় গাঁট নিউজিল্যান্ডকে ধরাশায়ী করার লক্ষ্যে নামছে ভারত। লকি ফার্গুসন ছন্দ ফিরে পেয়েছেন। শ্রীলঙ্কা ম্যাচে শর্ট পিচ ডেলিভারিতে কাবু করেছেন ব্যাটারদের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের শান্ত রাখতে ফার্গুসনের শর্ট পিচ ডেলিভারি কিউইদের বড় বাজি হতে পারে। সে কথা আগাম আঁচ করেই বিরাট আজ বিশেষ অনুশীলন করলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

India

Virat Kohli

bangla news

New Zealand

ICC World Cup 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর