ভারতের বিশ্বকাপ জয়ের জন্য তিরুপতিতে পুজো দিলেন গম্ভীর
গুয়াহাটিতে কোহলি-সিরাজ-বুমরাহরা।
মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লক্ষ্য শুধুই বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতে আসতে শরু করে দিয়েছে প্রতিটি দেশ। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে দল নিয়ে শেষ পরীক্ষা নীরিক্ষার জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে প্রথম প্রস্তুতি পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে ২৮ সেপ্টোম্বর গুয়াহাটিতে পৌঁছে গেল ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রস্তুতি ম্যাচ হলেও তা নিয়েও সমর্থকদের উন্মাদনা দেখার মতো।
অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। তা থেকেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর দলে ঢোকার কথা। পরে আইসিসি-র তরফেও এ কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। এখন অশ্বিন এই ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির পর দ্বিতীয় প্লেয়ার, যিনি ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ ব্যাটিং বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভারতের শক্তিশালী পেস বোলিং আক্রমণকে মারকুটে ওপেনারদের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। রান আটকাতে বা নিজেদের বোলিং দক্ষতা কাজে লাগিয়ে উইকেট তুলতে ব্যর্থ হয়েছে তারা। যদিও ডেথ ওভারে তারা ভালো বোলিং করেছেন। কিন্তু বিশ্বকাপে এরকম পিচে খেলা হলে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের আটকানো অসম্ভব হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অশ্বিনের অভিজ্ঞতা দলের কাজে লাগবে।
সাম্প্রতিক অতীতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ভারতীয় ব্যাটারদের দুর্বলতা সামনে চলে এসেছে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের মত সাধারণ মানের স্পিনারের সামনে তারা যেভাবে সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তা বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, 'চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও রাহুল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রেয়স আইয়ার চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। গিল-কোহলি-রোহিতরা ভাল খেলছে। দু-একটা ব্যাতিক্রম। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তাহলেই আরও একবার বিশ্বকাপ জয় সম্ভব।"
আরও পড়ুন: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা
ভারত ৩০ সেপ্টেম্বর, শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ৩ অক্টোবর, মঙ্গলবার ভারত নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামবে কোয়ালিফায়ার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমে। ২টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো থেকে। মূল পর্বে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে ৮ অক্টোবর। ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।
ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
जितनी बार यहाँ आने का सौभाग्य मिलेगा, उतनी बार आऊंगा! जय गोविंदा! 🙏🙏 pic.twitter.com/zMrdeXRKz2
— Gautam Gambhir (@GautamGambhir) September 28, 2023
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ