শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২। অপেক্ষা আরও ৪ বছরের। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে।
অচন্ত্য শরথ কমল।
মাধ্যম নিউজ ডেস্ক: মনে আছে মেলবোর্ন কমনওয়েলথ গেমস ২০০৬। অভিষেকেই চমকে দিয়েছিলেন কপালে ফেট্টি বাঁধা একহারা চেহারার ছেলেটি। পরের ১৬টা বছর ইতিহাস। কমনওয়েলথ গেমসের ভারতীয় দলের নিয়মিত সদস্যের নাম অচিন্ত্য শরথ কমল। দেশের টেবিল টেনিসের পোস্টার বয় শরথ দেখতে দেখতে পার করে ফেলেছেন ৪০টা বসন্ত। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অভিজ্ঞতায় ভরপুর শরথ সাফল্যের পতাকা বহন করে চলেছেন। ১৬ বছর আগের ঝকঝকে তরুণ যে উদ্যম নিয়ে টিটি বোর্ডে নেমেছিলেন, আজও সেই জেদ বজায় রয়েছে। কিছু করে দেখানোর জেদ, জেতার খিদে আজও একইরকম। তেমনই ধরে রেখেছেন ফিটনেস।
ছেলেদের সিঙ্গলস ম্যাচের ফাইনালে শরথ কমলের (Sharath kamal) প্রতিপক্ষ ইংল্যান্ড লিয়াম পিচফোর্ড ২৯ বছরের। কৌশলগত বা অভিজ্ঞতার দিক থেকে না হোক, গতির দিক থেকে চল্লিশ বছরের শরথকে পিছনে ফেলতেই পারতেন। কিন্তু পারেননি। রিফ্লেক্স নিখুঁত, টাইমিং সঠিক। দিশেহারা প্রতিপক্ষ। মিক্সড ডাবলসে (Mixed Doubles) সোনা জিতলেন সৃজা আকুলাকে নিয়ে। ২৪ বছরের তরুণীর সঙ্গে গতিতে সমানভাবে তাল মিলিয়ে চললেন। একটিবারের জন্যও মনে হল না জুটির একজন তেইশ বছরের অন্যজন চল্লিশের। শরথের সাফল্যে ভাষাহারা ক্রীড়ামহল।
Gold medal by @sharathkamal1 will be recorded in history as a very special one. He has shown the power of patience, determination and resilience. He also demonstrated great skills. This medal is a big boost for Indian Table Tennis. Congrats and best wishes to him. #Cheer4India. pic.twitter.com/kdwBjfKSvC
— Narendra Modi (@narendramodi) August 8, 2022
কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত তাঁর সেরা সাফল্য। শরথের কথায়, “আমার ৪০ বছরের জীবনের সেরা দুটো সপ্তাহ কাটালাম। এর থেকে ভালো কিছু হতে পারে না। মেনস ডাবলসে সোনা হতে পারত। যা হয়েছে তাতেই আমি খুশি। এর থেকে বেশি আশা করি না।” চারটির মধ্যে কোন মেডেলটা সবথেকে প্রিয়? একটুও না ভেবে শরথ বলে দিলেন, “ছেলেদের টিম ইভেন্টের সোনার পদক। প্রথম মেডেলটার গুরুত্ব অনেক। এটা আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা দুটোই দেয়। না জিতলে বিষয়টা এত সহজ হত না।” হতে পারে শরথের এটাই শেষ কমনওয়েলথ গেমস। ২০২৬ ভিক্টোরিয়া কমনওয়েলথের সময় তাঁর বয়স দাঁড়াবে ৪৪ বছর।
২০০৬ থেকে ২০২২ কমনওয়েলথ গেমসের ১৩টি পদক নিয়ে সিঙ্গপুরের ফেং তিয়ানওয়েইর সঙ্গে একাসনে ভারতের তারকা প্যাডলার। কেমন লাগছে দেশের সেরা টেবল টেনিস খেলোয়াড় হয়ে। শুনে শরথ বললেন, “গর্বিত মনে হয় নিজেকে। শুনতে ভালো লাগে। আমরা এখন খেলার গুরুত্বটা বুঝতে পেরেছি এবং এর উন্নতি হচ্ছে। আমাদের পারফরম্যান্স তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
আরও পড়ুন: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে
সমাপ্তি অনুষ্ঠানে দেশের তেরঙাও ছিল তাঁর হাতেই। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে দেশের পতাকা হাতে প্রবেশ করেন টেবিল টেনিস ও বক্সিংয়ে সোনা জয়ী শরথ কমল ও নিখাত জারিন। ২৮ জুলাই হয়েছিল উদ্বোধীন অনুষ্ঠান। ১২ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদ একাধিক খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। অবশেষে ৮ অগাস্ট শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ (Birminghum Commonwealth Games 2022)। উদ্বোধনের মতই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল এবারের গেমসের আসর (Closing Ceremony)। অপেক্ষা আরও ৪ বছরের। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে।