img

Follow us on

Tuesday, Jul 02, 2024

India vs Australia 3rd Test: ঘরের মাঠে ১০৯ রানেই শেষ ভারত! তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে চাপে রোহিতরা

প্রথম ইনিংসে ভারতের থেকে ৪৭ রানে এগিয়ে স্টিভ স্মিথরা।

img

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে ভরাডুবি ভারতের।

  2023-03-01 17:28:15

মাধ্যম নিউজ ডেস্ক:  তৃতীয় টেস্টে (India vs Australia 3rd Test) শুরুটা ভালো হল না টিম ইন্ডিয়ার। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্যাটিং। অস্ট্রেলিয়ার স্পিনারদের দাপটে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু সেটা যে বুমেরাং হবে, তা তিনি বুঝতে পারেননি। তিনটে সেশনেই ভারতকে ছাপিয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে এদিন ৫ উইকেট নিলেন নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেম্যান। ভারত ব্যর্থ হলেও ইনদওরের স্পিন পিচে ভাল ব্যাট করলেন উসমান খোয়াজা, মার্নাশ লাবুশেনরা। প্রথম দিনে ভারতীয় স্পিনাররা পিচের সুবিধা নিতে পারলেন না। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৫৬। প্রথম ইনিংসে ভারতের থেকে ৪৭ রানে এগিয়ে স্টিভ স্মিথরা।

তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে ভরাডুবি

প্রথম বল থেকেই নড়বড়ে দেখাচ্ছিল হিটম্যানকে। দু’বার আউট হতে হতে বেঁচে যান তিনি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ভারত অধিনায়ক। ১২ রানে কুনেম্যানের বলে স্টাম্প হয়ে মাঠ ছাড়েন রোহিত।শুরুটা ভালোই করেছিলেন শুভমান গিল। কিন্তু স্পিনের বিরুদ্ধে তিনিও ব্যর্থ। অজি স্পিনার কুনেম্যান তাঁকে ২১ রানে আউট করেন। স্পিনের অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা নিয়েছে ভারত। প্রথম দু’টি টেস্টে (India vs Australia 3rd Test) এসেছে প্রত্যাশিত সাফল্যও। তবে ইন্দোরে প্রথম ইনিংসে ভারত রীতিমতো কোণঠাসা। লাঞ্চের আগেই অশনিসংকেত রোহিতদের শিবিরে।

আরও পড়ুন: সচিনকে শ্রদ্ধা জানাতে ওয়াংখেড়েতে বসতে চলেছে পূর্ণাবয়ব মূর্তি, কবে উন্মোচন?

ভারতীয় ব্যাটিংয়ের এমন ভরাডুবি দেখে বিস্মিত অনেকেই। কারণ, চেতেশ্বর পূজারা (১), বিরাট কোহলির (২২) মতো তারকাও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে গত দু’টি টেস্টে (India vs Australia 3rd Test) ভারত জিতেছিল মূলত জাদেজা, অক্ষরদের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে। এই ম্যাচে বল হাতে তাঁরা কতটা কামাল দেখাবেন, সেটা সময়ই উত্তর দেবে। তবে ব্যাট হাতে জাদজোও ব্যর্থ। করেছেন মাত্র ৪ রান। খাতা খুলতে পারেননি শ্রেয়স আয়ার। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অজি স্পিনারদের সামনে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ঠিকই, তবে সেই লড়াই দীর্ঘায়িত হয়নি। টেস্ট দলে ভালো উইকেটরক্ষক ব্যাটসম্যানের অভাব বহুদিনের। ঋদ্ধিমান সাহা দুরন্ত কিপিং করতেন। তবে ব্যাটিংয়ে মন ভরত না। তাঁর জায়গা পাওয়া শ্রীকর ভরতও টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে পারছেন না। ১৭ রান করে তিনি নাথান লিয়ঁর শিকার। আপাতত ভরসা সেই দুই স্পিন অলরাউন্ডার অক্ষর ও অশ্বিন। বহু ম্যাচে পরিত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। খাদের কিনার থেকে তাঁরা দলকে টেনে তুলতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

তৃতীয় টেস্টে বাদ লোকেশ রাহুল

এদিকে, প্রবল চাপে পড়ে অবশেষে লোকেশ রাহুলকে বাদ দিতে বাধ্য হল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে (India vs Australia 3rd Test) বড় রান পাননি তিনি। তাঁর জায়গা ফর্মে থাকা শুভমান গিলকে খেলানোর পক্ষে জোরালো সওয়াল করছিলেন প্রাক্তনরা। তবুও কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মা কঠিন সময়ে লোকেশের পাশে থাকছিলেন। কিন্তু ছন্দে না থাকা একজন ক্রিকেটারকে ক্রমাগত খেলিয়ে যাওয়া যে সঠিক সিদ্ধান্ত নয়, সেটা তাঁরা দেরিতে হলেও অনুধাবন করেছেন। তাই ইন্দোর টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি লোকেশের। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন শুভমান গিল। আরও একটি পরিবর্তন হয়েছে। শামির জায়গায় খেলছেন উমেশ যাদব।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

 

Tags:

Team India

IND vs AUS 3rd Test

India Wins toss

Austrelia


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর