img

Follow us on

Friday, Nov 22, 2024

IND vs SL 1st ODI: বিশ্বকাপই পাখির চোখ! আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া

বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রোদ ঝলমলে পরিবেশেই দুপুর ১টার সময় টস করতে নামবেন দুই দলের অধিনায়ক।

img

মেন ইন ব্লু।

  2023-01-10 11:43:52

মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে ভারতের একদিনের বিশ্বকাপের প্রস্তুতি। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে চলতি বছরে ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের। সেই লক্ষ্যে চলতি বছরে সবথেকে বেশি ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তার প্রথম ধাপ শুরু হতে চলছে আজ, মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিংহলিদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। শীতের মরশুমে গুয়াহাটির আবহাওয়া মনোরম। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রোদ ঝলমলে পরিবেশেই দুপুর ১টার সময় টস করতে নামবেন দুই দলের অধিনায়ক।

থাকছে না বুমরাহ

শ্রীলঙ্কা সিরিজেও দলের এক নম্বর পেসার যশপ্রীত বুমরাহ-কে পাচ্ছে না টিম ইন্ডিয়া। সোমবারই বিসিসিআই-এর তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, দাসুন শানাকাদের বিরুদ্ধে আর মাঠে নামা হচ্ছে না যশপ্রীতের৷ কারণ, তিনি এখনও পুরোপুরি ফিট নন। সামনে বিশ্বকাপ তাই বুমরাহকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। অত্যন্ত সতর্কতার সঙ্গেই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জয় পেয়েছে ভারতীয় দল। তবে একদিনের সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই একদিনের বিশ্বকাপের মহড়া শুরু করছে রাহুল দ্রাবিড়ের দল। ধারে-ভারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে থাকলেও তরুণ শ্রীলঙ্কা দলকে যথেষ্ট সমীহ করছে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে দুরন্তে ফর্মে ছিলেন ছিলেন সূর্যকুমার যাদব। ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা। 

সেজে উঠেছে ইডেনও

অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতায়। তার জন্য ইতিমধ্যেই সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। অফলাইনে কিছু টিকিট কেনার সুযোগ রয়েছে শহরের ক্রিকেটপ্রেমীদের। তার জন্য ইডেনের চার নম্বর গেটে বিশেষ কাউন্টার করা হয়েছে। আর অন-লাইনে বুক করা টিকিট সংগ্রহ করার জন্য খোলা থাকবে তিন নম্বর গেট সংলগ্ন কাউন্টার।  উল্লেখ্য, সিরিজের শেষ ম্যচটি হবে তিরুবনন্তপুরমে, ১৫ জানুয়ারি।

আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, উমরান মালিক / অর্শদীপ সিং , মহম্মদ সিরাজ।

কখন কীভাবে দেখবেন ম্যাচ

ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায়।
টস হবে দুপুর একটার সময়।
স্টার স্পোর্টসে দেখা যাবে এই সিরিজের প্রতিটি ম্যাচ। 
মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখান হবে ডিজনি প্লাস হটস্টারে। তবে সে ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিতে হবে। 
বিনামূল্যেও এই সিরিজ দেখতে পাওয়া যাবে। ডিডি স্পোর্টসে

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Rohit Sharma

IND vs SL

1st ODI Toss at 1PM

SKY in Indian XI

IND vs SL 1st ODI


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর